দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচ নিয়ে যে উত্তেজনা রয়েছে, তা যেকোন বিশ্বকাপের বড় ম্যাচের উন্মাদনাকে ফিকে করে দেয়। প্রসঙ্গত দু’বছর পর আগামী ২৪ শে অক্টোবর, রবিবার সন্ধ্যে সাড়ে সাতটায় দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এ তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত মোট পাঁচটি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এখনো পর্যন্ত একবারও জিততে পারেনি পাকিস্তান দল। তাই রবিবারের ম্যাচে পরাজয়ের কালো ছাপ মুছে ফেলতে মরিয়া তারা। অন্যদিকে নিজেদের ধ্বজা আরো একবার উত্তোলন করতে মরিয়া ভারতীয় দল।


পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে খেলেছেন বিরাট কোহলি। এবং রেকর্ড গড়েছেন হ্যাটট্রিকের। একবারও আউট করতে পারেনি পাকিস্তানের বোলাররা তাকে। প্রতিটি ম্যাচেই ছিল তার দুর্ধর্ষ পারফরম্যান্স। তিন বারের মধ্যে দুবার তিনিই ছিলেন ম্যাচের সেরা প্লেয়ার। পাকিস্তানের বিরুদ্ধে জয়ের এক্স- ফ্যাক্টর।
আরও পড়ুন : পাকিস্তানকে তৈরি থাকতে বলে ‘হিটম্যানের’ হিটে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারালো ভারত
যদিও বর্তমানে কিছুটা খরা চলছে তার ব্যাটে। প্রথম ওয়ার্মআপ ম্যাচে মাত্র ১১ রান করেছেন তিনি। দ্বিতীয় ওয়ার্মআপ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। পাশাপাশি তাঁর ব্যাটের দুর্দান্ত প্রদর্শনে জয় উপহার দিয়েছেন দলকে। ব্যাট করার সুযোগ পাননি বিরাট।


তাই বিরাটের সর্মথকরা এখন বিরাটের ব্যাটের দাপট দেখার জন্য আগামী পাকিস্তান ম্যাচের অপেক্ষায় রয়েছে। গত তিনটি ম্যাচে ৭৮, ৩৬ ও ৫৫ রানের অপরাজেয় রেকর্ডের পাশে আরও একটি মাইলস্টোন যুক্ত করবে কি ভারত অধিনায়ক? খরা কাটবে কি তার রানের! তার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে আগামী রবিবার পর্যন্ত।
লেখা – তানিয়া তুস সাবা।