28 C
Kolkata
Saturday, June 10, 2023
More

  ইনভেস্টর পেয়ে গেলো ইস্টবেঙ্গল!

  দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অবশেষে স্বস্তি ইস্টবেঙ্গল শিবিরে। অগণিত সদস্য সমর্থকের উৎকণ্ঠার অবসান ঘটিয়ে নতুন ইনভেস্টর পেয়ে গেলো ইস্টবেঙ্গল। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দাবী করা হয়েছে হরি মোহন বাঙ্গুরের সংস্থা শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গলের নতুন ইনভেস্টর হতে চলেছে।

  চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান এটিকে’র সাথে মার্জ হয়ে আইএসএল খেলা নিশ্চিত করে ফেলার পর থেকেই, ময়দানের বটতলায় একটাই প্রশ্ন ঘোরাফেরা করছিলো ইস্টবেঙ্গল কি আদতেও ইনভেস্টর যোগাড় করে এই মরশুমে আইএসএল খেলতে পারবে? উত্তরের অপেক্ষায় অধীর আগ্রহে বসে ছিলেন লালহলুদের লক্ষ লক্ষ সভ্য-সমর্থক, এবং সব কিছু ঠিক থাকলে এই মরশুমেই দেশের পয়লা নম্বর লিগে ইস্ট-মোহন দৈরথ দেখা যাবে।

  জুলাই মাসে প্রাক্তন ইনভেস্টর কোয়েসের কাছ থেকে ‘স্পোর্টিং রাইটস’ এবং ‘এনওসি’ ফিরে পাওয়ার পর থেকেই, ক্লাব কর্তারা বিনিয়োগের বিষয়ে বেশ কিছু সংস্থার সাথে কথা চালাচ্ছিলেন, তবে শেয়ার সংক্ৰান্ত জটিলতার কারণে চুক্তি করা যায় নি। তবে অতীত ভুলে, শ্রী সিমেন্টকে ইনভেস্টর রূপে পেতে চলেছে ইস্টবেঙ্গল।

  এই প্রসঙ্গে ক্লাব কর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা কিছু বলতে না চাইলেও, প্রতিবেদনে দাবী করা হয়েছে ইস্টবেঙ্গলের জার্সির রঙ এবং লোগো অপরিবর্তিত থাকবে, এবং অল্প কয়েকদিনের মধ্যেই কর্তারা নতুন ইনভেস্টরের নাম জনসম্মখে ঘোষণা করবেন।

  Related Posts

  Comments

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  সেরা পছন্দ

  হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

  দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

  কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

  ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

  দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

  অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

  দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

  ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

  দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...