দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অবশেষে স্বস্তি ইস্টবেঙ্গল শিবিরে। অগণিত সদস্য সমর্থকের উৎকণ্ঠার অবসান ঘটিয়ে নতুন ইনভেস্টর পেয়ে গেলো ইস্টবেঙ্গল। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দাবী করা হয়েছে হরি মোহন বাঙ্গুরের সংস্থা শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গলের নতুন ইনভেস্টর হতে চলেছে।
চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান এটিকে’র সাথে মার্জ হয়ে আইএসএল খেলা নিশ্চিত করে ফেলার পর থেকেই, ময়দানের বটতলায় একটাই প্রশ্ন ঘোরাফেরা করছিলো ইস্টবেঙ্গল কি আদতেও ইনভেস্টর যোগাড় করে এই মরশুমে আইএসএল খেলতে পারবে? উত্তরের অপেক্ষায় অধীর আগ্রহে বসে ছিলেন লালহলুদের লক্ষ লক্ষ সভ্য-সমর্থক, এবং সব কিছু ঠিক থাকলে এই মরশুমেই দেশের পয়লা নম্বর লিগে ইস্ট-মোহন দৈরথ দেখা যাবে।
জুলাই মাসে প্রাক্তন ইনভেস্টর কোয়েসের কাছ থেকে ‘স্পোর্টিং রাইটস’ এবং ‘এনওসি’ ফিরে পাওয়ার পর থেকেই, ক্লাব কর্তারা বিনিয়োগের বিষয়ে বেশ কিছু সংস্থার সাথে কথা চালাচ্ছিলেন, তবে শেয়ার সংক্ৰান্ত জটিলতার কারণে চুক্তি করা যায় নি। তবে অতীত ভুলে, শ্রী সিমেন্টকে ইনভেস্টর রূপে পেতে চলেছে ইস্টবেঙ্গল।
এই প্রসঙ্গে ক্লাব কর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা কিছু বলতে না চাইলেও, প্রতিবেদনে দাবী করা হয়েছে ইস্টবেঙ্গলের জার্সির রঙ এবং লোগো অপরিবর্তিত থাকবে, এবং অল্প কয়েকদিনের মধ্যেই কর্তারা নতুন ইনভেস্টরের নাম জনসম্মখে ঘোষণা করবেন।