দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: চলতি বছরটা দারুণ কাটছে নভাক জকোভিচের। সোমবার ইউএস ওপেনের প্রথম রাউন্ডে প্রত্যাশিত জয় তুলে নেন ১৭ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই সার্বিয়ান তারকা। বসনিয়ার দামির জুমহুরকে সরাসরি সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বিশ্বের এক নম্বর এই টেনিস তারকা।
চলতি বছর ২৪ ম্যাচ খেলে সবগুলোতেই জিতলেন জকোভিচ। নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোতে জকোভিচের বিপক্ষে কেবল দ্বিতীয় সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়েন দামির। ম্যাচটি ৬-১, ৬-৪ ও ৬-১ গেমে জেতেন জোকোভিচ।
৩৩ বছর বয়সী এই সার্বিয়ান তারকা দ্বিতীয় রাউন্ডে ব্রিটেনের কাইল এডমুন্ডের মুখোমুখি হবেন। বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির কারণে এবারের ইউএস ওপেনে খেলছেন না গতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। হাঁটুতে অস্ত্রোপচার করানোয় আসরে নেই রেকর্ড ২০ বারের একক গ্র্যান্ড স্ল্যাম জয়ী রজার ফেদেরারও। নাদাল-ফেদেরারের অনুপস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রতিযোগিতায় ফেভারিট ভাবা হচ্ছে জকোভিচকে।