দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আবু ধাবির মন্থর পিচে দক্ষিণ আফ্রিকাকে ২০ ওভার শেষে মাত্র ১১৮ রানে যখন বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রথম ইনিংস শেষ হল, অস্ট্রেলিয়াকে বেশ উৎফুল্য দেখাচ্ছিল। মিচেল স্টার্ক, জশ হেজলউডের গ্লেন ম্যাক্সওয়েল,অ্যাডাম জাম্পা প্রথম থেকেই আধিপত্য বিস্তার করেছিল সাউথ আফ্রিকার খেলোয়াড়দের উপর।
দলনায়ক তেম্বা বাভুমা(১২), কুইন্টন ডি’কক (৭), রাসি ভ্যান ডার ডুসেনের (২) প্রথম সারির প্লেয়াররা আজ ক্রিজে দাঁড়াতে পারেনি, বোলিং দাপটের কারণে। দক্ষিণ আফ্রিকার এডেন মার্করাম যদি ৩৬ বলে ৪০ রানের সুন্দর ইনিংস খেলতে ব্যার্থ হতেন, তাহলে ১০০ রানের গণ্ডি পার করতে পারতেন কি সন্দেহ আছে। কঠিন সময় একের পর এক বল খেলেছেন তিনি ধৈর্যের সঙ্গে।
প্রথম ৮ ওভারের মধ্যেই ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। অজি বোলার মিচেল স্টার্ক, জশ হেজলউড,অ্যাডাম জাম্পা ২ টি করে উইকেট তুলেনেন। গ্লেন ম্যাক্সওয়েল,প্যাট কামিন্সেরা ১ টি করে উইকেট পেয়েছেন আজ।


১১৮ রানের লক্ষ্য মাত্রা নিয়ে মাঠে নেমে প্রথমেই ব্যর্থ হন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চক। শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। ডেভিড ওয়ার্নার তিনটি চার মেরে সাপোর্টারদের ক্ষণিকের খুশি দিলেও ক্লাসেনের হাতে বন্দী হয়ে দ্রুত মাঠ ছাড়েন তিনি। এরপর ম্যাক্সওয়েল ও চতুর্থ ব্যাটসম্যান হিসাবে মাঠে নামা স্টিভ স্মিথ ম্যাচের মোড় ঘোরান। ৩৪ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।ম্যাক্সওয়েল করেন ১৮ রান।
আরও পড়ুন : আত্মবিশ্বাসী পাকিস্তান, ভারত- পাকিস্তান ম্যাচের ১দিন আগেই দল ঘোষণা করলো বাবর-বাহিনী
তবে পর পর দুই ব্যাটসম্যান আউট হওয়ার পর আবার ধিমিয়ে পড়ে ম্যাচ। তবে শেষ পর্যন্ত মার্কাস স্টয়নিসের অপরাজিত ২৪ এবং ম্যাথু ওয়েডের অপরাজিত ১৫ রানের সুবাদে ১১৮ রানের লক্ষ্য মাত্র পার করে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ২ বল বাকি থাকতে ৫ উইকেটে জয়ী হয়। ম্যান অফ দা ম্যাচ হয়েছেন জোশ হ্যাজেলউড।
দুবাইয়ের বোলিং পিচে প্রথম ম্যাচেই যে ভাবে হাড্ডাহাড্ডি লড়াই দেখলো দর্শকরা তা থেকে ম্যাচ দেখার উত্তেজনাটা কিছুটা হলেও বাড়িয়ে দিল। প্রথম থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা ছিল আজ। আগামীকাল হেভিওয়েট ভারত পাকিস্তান খেলতে নামবেন ২২ গজে। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই বাকযুদ্ধে গরম ক্রিকেট মহল। লেখা – তানিয়া তুস সাবা।