দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: লিওনেল মেসির পর এবার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন লুইস সুয়ারেজ। ইতালিয়ান সংবাদমাধ্যম গাজেত্তা দেল্লো স্পোর্ত ও কোরিয়ের দেল্লো স্পোর্ত এমনটাই জানিয়েছে, ৩৩ বছর বয়সী সুয়ারেজকে দলে নিতে রাজি জুভেন্টাস। শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
চুক্তির ব্যাপারে কথা বলতে সুয়ারেজের প্রতিনিধিদের সঙ্গে দুবার বৈঠক করেন জুভেন্টাস প্রতিনিধিরা। জুভেন্টাসের ভাইস-প্রেসিডেন্ট পাভেল নেদভেদ ও নতুন কোচ আন্দ্রে পিরলোর সঙ্গেও কথা হয়েছে সুয়ারেজের। জানা গেছে, উরুগুইয়ান এই স্ট্রাইকারকে বছরে ১০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক দিতে সম্মত হয়েছে ক্লাবটি। বর্তমানে বার্সেলোনায় একই পরিমাণ সেলারি পান সুয়ারেজ।
২০১৪’র জুলাইয়ে লিভারপুল থেকে ৮২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় যোগ দেন সুয়ারেজ। ৬ মৌসুমে কাতালান ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতায় ২৮৩ ম্যাচে ১৯৮ গোল করেছেন তিনি। জিতেছেন ৪টি লা লিগা, ৪টি কোপা দেল রে, দুটি সুপার কাপ, ও একটি করে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা। তবে নতুন কোচ রোনাল্ড কোম্যান দায়িত্ব নিয়েই সুয়ারেজকে ফোন করে জানান, তাকে পরিকল্পনা থেকে বাদ দিয়েছেন।