দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু ব্যক্তিগত কারণে আগামী মাসের টমাস এন্ড উবের কাপ ফাইনালস থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এবং ডেনমার্কে হতে চলা সুপার ৭৫০ টুর্নামেন্টেও তার খেলা অনিশ্চিত।
থমাস এন্ড উবের কাপ ডেনমার্কের আর্থাসে ৩ থেকে ১১ অক্টোবরের মধ্যে খেলা হবে। গত সপ্তাহে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের (BWF) প্রকাশিত নতুন সংশোধিত ক্যালেন্ডারের এটাই প্রথম টুর্নামেন্ট।
রিও অলিম্পিকের রৌপ্যপদকপ্রাপ্তার বাবা পিভি রমন্না পিটিআইকে জানিয়েছেন, “কিছু ব্যক্তিগত কারণে সিন্ধু টমাস এন্ড উবের কাপ ফাইনালসে অংশ নেবেন না। ওর কিছু ব্যাক্তিগত কাজ রয়েছে, সেই কারণেই ওকে এই প্রতিযোগিতা থেকে সরে আসতে হচ্ছে। আমরা ইন্ডিয়ান ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনকে সিন্ধুর এই সিদ্ধান্ত সম্পর্কে জানিয়েছি।”
টমাস এন্ড উবের কাপ ফাইনালসের পরে ডেনমার্ক ওপেন ১৩ থেকে ১৮ অক্টোবর এবং ডেনমার্ক মাস্টার্স ২০ থেকে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। অলিম্পিকের প্রতিযোগী সিন্ধু বর্তমানে হায়দ্রাবাদে জাতীয় ব্যাডমিন্টন শিবিরে অনুশীলন করছেন। এর আগে তার এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে অংশ নেওয়ার পরিকল্পনা ছিলো।
সিন্ধু ডেনমার্কের দুটি প্রতিযোগিতায় অংশ নেবে কিনা, এই বিষয়ে রামান্নাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “এই দুটি টুর্নামেন্ট সিন্ধুর খেলা অনিশ্চিত। এই দুটি প্রতিযোগিতায় খেলার জন্যে আবেদনপত্র পাঠানো হয়ে গেলেও, সব কিছুই সিন্ধুর ব্যক্তিগত কাজের উপর নির্ভর করছে যে তিনি দু’টি টুর্নামেন্টে খেলতে পারবেন কিনা।”