দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সুরেশ রায়না আইপিএলে ফিরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। রায়না নিজেই এক সাক্ষাৎকারে এই বিষয়ে জানিয়েছেন। তিনি বলেছেন, “আপনারা আবারও আমাকে চেন্নাই সুপার কিংস দলের সাথে দেখতে পেতে পারেন।”
ভারতে ফিরে আসার পরে সুরেশ রায়না কোয়ারেন্টিনে রয়েছেন। তিনি নিজেই এক সাক্ষাৎকারে দলের কাছে ফিরে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়ে বলেছেন, চেন্নাই সুপার কিংস দলে কারো সাথেই তার কোনো মনোমালিন্য হয়নি, এবং অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির সাথে হোটেলের ঘর নিয়ে তার বিবাদের যে খবর প্রচারিত হচ্ছিলো সেগুলো সবই ভিত্তিহীন।
ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে রায়না দলের মালিক এন শ্রীনিবাসনের তাকে নিয়ে বক্তব্যের বিষয়ে বলেছেন, “উনি আমার বাবার মতো এবং বাবা তার ছেলেকে বকা লাগাতেই পারেন। আমার ফিরে আসার কারণ তিনি জানতেন না।”
রায়না জানিয়েছেন তার ফিরে যাওয়ার পিছনে অন্যতম কারণ হলো সিএসকে দলে তার স্যালারি। তিনি বলেছেন, “কেউই ১২.৫ কোটি টাকা হারাতে চাইবে না। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে থাকতে পারি তবে আমি আইপিএলে চেন্নাইয়ের হয়ে চার থেকে পাঁচ বছর খেলতে চাই।”
রায়না বলছিলেন, “আমার পরিবার এখানে আছে এবং আমি তাদের নিয়ে চিন্তিত ছিলাম। আমি ভেবেছিলাম আমার কিছু হয়ে গেলে তাদের কি হবে। আমি কুড়ি দিন ধরে আমার সন্তানদের দেখিনি। এখানে আসার পরেও আমি কোয়ারানটাইনে রয়েছি।”
পাঠানকোটে পিসির বাড়িতে ঘটা দুর্ঘটনা সম্পর্কে রায়না বলেছেন, “এটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। এটা আমার দায়িত্ব যে আমি ওনাদের পাশে দাড়াই। আমি বর্তমানে কোয়ারানটাইন আছি তবে আমায় তাদের সাথে দেখা করতে হবে কারণ পিসি খুব কঠিন পরিস্থিতিতে আছেন।”