দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, আগামীকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) সম্পূর্ণ ক্রীড়াসূচি প্রকাশ করা হবে। করোনার মহামারীর কারণে এবার সংযুক্ত আরব আমিরাতে আইপিএল আয়োজন করা হচ্ছে।
আসলে, সম্প্রতি চেন্নাই সুপার কিংসের ২ জন খেলোয়াড় এবং ১১ সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়, যার কারণে বিসিসিআইয়ের সূচি প্রকাশ করতে দেরি হচ্ছিলো। এমন পরিস্থিতিতে, সমস্ত ফ্র্যাঞ্চাইজির ক্রীড়াসূচি জানার অপেক্ষা দীর্ঘায়িত হয়। তবে, এখন মহারাজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আগামীকালই আইপিএলের ক্রীড়াসূচি প্রকাশ করা হবে।
সৌরভ এবিপি নিউজকে জানিয়েছেন, আজই ক্রীড়াসূচি তৈরীর কাজ সম্পন্ন হয়ে যাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী এবং শুক্রবারই সব ফ্র্যাঞ্চাইজিকে তা জানিয়ে দেওয়া হবে।
এবারের আইপিএল ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত খেলা হবে। সমস্ত দল সংযুক্ত আরব আমিরাত পৌঁছে গেছে এবং সেখানে অনুশীলনও শুরু করেছে। তবে চূড়ান্ত ক্রীড়া সূচি আসার পরেই পুরো ছবিটা পরিষ্কার হবে যে কোন দলটি কবে কার বিরুদ্ধে মাঠে নামবে।