দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গতবছর বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ম্যাচে প্রাক্তন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদের হাই তোলার ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যাকে হাতিয়ার করে সরফরাজকে নিয়ে ব্যাপক ট্রোল হয়েছিল নেটপাড়ায়। এবার ফের ম্যাচে হাই তুলে ট্রোল হলেন সরফরাজ।
ম্যানচেস্টারে ইংল্যান্ড-পাকিস্তান টি-২০ ম্যাচ চলাকালীন ডাগআউটে বসে পাকিস্তানের এই প্রাক্তন অধিনায়ককে হাই তুলতে দেখা যায়। ব্রিটিশদের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টিতে ভেস্তে যায়। সিরিজের দ্বিতীয় ম্যাচে হারে পাকিস্তান। সেই ম্যাচেই হাই তুলতে দেখা যায় সরফরাজকে। এই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপরই শুরু হয় ট্রোলিংয়ের বন্যা।
নেটিজেনদের কেউ কেউ বলেন, ‘ক্রিকেটের সব ফরম্যাটেই হাই তুলেছেন সরফরাজ।’ আবার কারও কথায়, ‘ম্যাচ শুরু হলেই সরফরাজ হাই তুলতে শুরু করেন।’ গত ক্রিকেট বিশ্বকাপে ভারতের কাছে হারার পর টুইটারে ছড়িয়ে পড়েছিল সরফরাজের হাই তোলার ছবি। প্রসঙ্গত, এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টেও হাই তুলে ট্রোল হয়েছিলেন সরফরাজ।