দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ এবারের দুবাই যেনো সংস্কারে আচ্ছন্ন করে দিচ্ছে! আসলে বলা ভালো খেলার রণনিতিকে ফিকে করে দিচ্ছে। দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান অস্ট্রেলিয়ার ম্যাচ দেখার পরে মনে হচ্ছে, ফাইনালেও যে দল জিতবে প্রথম থেকে ৫০% বিজেতা তাদেরকে ধরে নেবে দর্শক। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে শেষ হাসি হাসলো আজ টসে জেতা অস্ট্রেলিয়া।
আজ টসে জিতে প্রথমে পাকিস্তান কে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। আজও পুরো বিশ্বকাপের মতই ধারালো ছিল বাবর রেজওয়ান জুটি। প্রথম থেকেই তাদের সুন্দর প্রদর্শন, ব্যাটে-বলে রান একের পর এক স্কোর জুড়ছিল পাকিস্তানের খাতায়। তাদের দুর্দান্ত পার্টনারশিপ প্রথম দিকে স্বস্তিতে রেখেছিল পাকিস্তানকে। আজ বাবর করেছেন ৩৯ রান সঙ্গে ৫২ বলে ৬৭ করেছেন রিজওয়ান।


সেই সঙ্গে মাত্র ৩২ বলে ৫৫ রান করেছেন ফখর জামান। পাকিস্তানি ব্যাটারদের সুন্দর প্রদর্শনে ২০ ওভার শেষে ১৭৬ রানের বিশাল স্কোরে পৌঁছায় টিম পাকিস্তান। অস্ট্রেলিয়ার বোলাররা কেউই সে ভাবে বাধা হয়ে দাঁড়াতে পারেনি পাকিস্তানের সামনে। আজকের ম্যাচে স্টার্ক সর্বোচ্চ দুটি উইকেট তুলে নেন , অন্যদিকে একটি করে উইকেট নিয়েছেন জাম্পা এবং কামিন্স।
১৭৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে প্রথমেই উইকেট দিয়ে বসেন ফিঞ্চ। তার উইকেট তুলে নেন শাহীন আফ্রীদি। একটা সময় অস্ট্রেলিয়ান তারকাদের কে একের পর এক ধরাশায়ী করে ফেলেন স্পিনার শাদাব খানের। আজ তার ঘূর্ণির দাপট ছিল দেখার মতন। প্রথম ৫ টি উইকেটের মধ্যে ৪ টি উইকেট তুলে নিয়েছেন এই তরুণ ক্রিকেটার।


মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার একের পর এক তারকা প্যাভিলিয়নে ফেরেন শাদাবের শিকার হয়ে। কিন্তু এই কি হয় কি হয় ম্যাচে সাজঘরে ফেরার আগেই ৪৯ রানের সুন্দর ইনিংস তৈরি করেন এই অস্ট্রেলিয়ান ‘বুড়ো ক্যাঙ্গারু’। ফাইনালে ওঠার প্রথম ধাপটা তিনিই নিশ্চিত করে দেন। এর পরে উত্তরসূরী হিসাবে মার্কাস স্টয়নিস দলকে টেনে নিয়ে যান। তাকে সুন্দর ভাবে সাপোর্ট করেন উইকেটকিপার ম্যাথু ওয়েড।
আরও পড়ুন : সেমিফাইনালে ইংল্যান্ডকে ছিটকে দিয়ে প্রথম বারের জন্য T20 বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড
স্টয়নিসের ৪০ ও ওয়েডের ৪১ রানই পাকিস্তানে অধরা বিশ্বকাপের স্বপ্নের কফিনে শেষ পেরেক দুটি পুতে দিয়েছে এই জুটি। ৪ ওভারে মাত্র ২৬ রানে চার উইকেট শিকার করেও দলকে জেতাতে পারলেন না আজ শাদাব খান। শেষ পর্যন্ত স্টয়নিস ও ওয়েড জুটির সুন্দর ব্যাটিংয়ের দৌলতে এক ওভার বাকি থাকতেই ৫ উইকেটে ১৭৭ রানের লক্ষ্য মাত্রা পূরণ করেন তার। দলকে ফাইনালে পৌঁছেদেন আজ তারা।


পুরো মরশুমে অপরাজেয় থেকে বিশ্বজয়ের যে স্বপ্ন দেখছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা আজকের এই প্রথম পরাজয়ই তাদের স্বপ্নের দৌড় শেষ করে দিলো। আগামী রবিবার তাই সীমিত ওভারের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে দুই সেমিফাইনাল জয়ী টিম নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।
লেখা – তানিয়া তুস সাবা।