দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এবার করোনা হানা জাতীয় কুস্তির শিবিরে, তিনজন কুস্তিগীরকে করোনা পজিটিভ পাওয়া গেছে। সোনিপতের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) ক্যাম্পাসে ভারতীয় কুস্তিগীরদের অনুশীলন চলছে। কুস্তিগীররা এখানে আসার পরে যখন তাদের করোনা টেস্ট করা হয়, তখন এই তিনজন কুস্তিগীরকে সংক্রমিত পাওয়া যায়। SAI এই তথ্য জানিয়েছে।
গত কয়েকদিনে, কুস্তিগীরদের পাশাপাশি, কোচ এবং সাপোর্ট স্টাফদেরও করোনা টেস্ট করা হয়েছিল। যে তিনজন কুস্তিগীর সংক্রমিত হয়েছেন তারা হলেন, ৮৬ কেজি-বর্গের দীপক পুনিয়া, ৬৫ কেজি-বর্গের নবীন এবং ১২৫ কেজি-বর্গের কৃষ্ণ। তিনজন রেসলারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
SAI জানিয়েছে, “কুস্তিগীরদের হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে তাদের সর্বদা দেখাশোনা করা যায় এবং তাদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা যায়। কারো মধ্যেই রোগের কোনও লক্ষণ নেই।“ SAI-এর মতে, দেশের বিভিন্ন জায়গা থেকে সোনিপতে যাওয়ার পথে কুস্তিগীররা সংক্রমিত হয়ে থাকতে পারেন।