দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আইপিএল ২০২০ শুরুর আগেই চেন্নাই সুপার কিংস খবরের শিরোনামে। গত সপ্তাহে দুই খেলোয়াড় সহ ১৩ জন সদস্যের করোনা টেস্ট রিপোর্ট পসিটিভ এসেছিলো। এরপরে দলের অভিজ্ঞ ব্যাটসম্যান এবং সহ অধিনায়ক সুরেশ রায়না হঠাৎ করেই পারিবারিক কারণে এই বছর আইপিএল না খেলার সিদ্ধান্ত নেন, এবং দেশে ফিরে আসেন।
সিএসকে এখনো রায়নার চলে যাওয়ার ধাক্কা সামলে উঠতে পারে নি, আর এরই মধ্যে অভিজ্ঞ স্পিনার হরভজন সিংহের আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরী হয়েছে। আসলে, মা অসুস্থ থাকায় হরভজন এখনো দুবাইতে দলের সাথে যোগ দেননি, এবং খবর পাওয়া যাচ্ছে তিনিও আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন।
হরভজন এই নিয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা না করলেও, তাঁর ঘনিষ্ঠ সূত্রগুলি দাবী করছে, তিনি নাকি ইতিমধ্যেই আইপিএলে না খেলার মনস্থির করে ফেলেছেন। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন তিনি।
হরভজন চেন্নাই সুপার কিংস দলের গুরুত্বপূর্ণ অঙ্গ। ২০১৮ আইপিএল নিলামে তাকে ২ কোটি টাকার বেস প্রাইজে ফ্র্যাঞ্চাইজিটি দলে নিয়েছিল। তিনি এখনো পর্যন্ত ১৬০ টি আইপিএল ম্যাচে ১৫০ উইকেট নিয়েছেন। গত মরশুমে তিনি সিএসকে-র পক্ষে ১১ ম্যাচে ১৬ উইকেট নিয়েছিলেন। হরভজন আইপিএল ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। লাসিথ মালিঙ্গা (১৭০) এবং অমিত মিশ্রের (১৫৭) পরেই রয়েছেন তিনি।