30 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    আপাতত ভারত নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টেই, শেষবারের জন্য মাইক হাতে ধারাভাষ্য করতে দেখা যাবে ভি ভি এস লক্ষ্মণকে

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ওয়াংখেড়ে স্টেডিয়ামে এমুহূর্তে চলছে ভারত নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে তৃতীয় ব্যক্তি হিসাবে নজির গড়েছেন ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের স্পিন বোলার এজাজ প্যাটেল। অন্যদিকে মাত্র ৬২ রানে নিউজিল্যান্ডকে অলআউট করে দিয়েছে ভারতীয় বোলাররা। আর এই রেকর্ড গড়া নাটকীয় ম্যাচে মাঠের বাইরে মাইক হাতে দর্শকদের রক্তে চাঞ্চল্য ছড়ানো প্রাক্তন ভারতীয় খেলোয়াড় আপাতত শেষ বারের জন্য ধারাভাষ্য করছেন কিংবদন্তী ভি ভি এস লক্ষ্মণকে।

    এক সময় বিদেশের মাটিতে বিদেশি প্লেয়ারদের ত্রাস হয়ে ওঠা ভারতীয় দলের নির্ভীক সৈন্যদল। বিদেশের মাঠে ভারতকে জিততে শেখানো কিংবদন্তীরা, কালের নিয়মে সরে গিয়েছেন নতুনদের জায়গা করে দিতে। তবে ভারতীয় ক্রিকেট প্রেমীরা আবার একবার সেইসব স্বর্ণযুগের খেলোয়াড়দের মাঠের বাইরে থেকে বর্তমান ভারতীয় দলকে লড়াইয়ের ময়দানে লড়তে শেখাতে দেখে কার্যত আনন্দিত।

    ভারতীয় ক্রিকেট আবার একবার সেই সৌরভ-দ্রাবিড়-লক্ষ্মণ জুটির রক্ষা কবচে সুরক্ষিত। রাহুল দ্রাবিড় কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি জাতীয় ক্রিকেট অ্যকাডেমির (এনসিএ) প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। তাই তিনি হেড কোচ হওয়ার পরে এনসিএ প্রধানের দায়িত্বে এবার দেখা যাবে লক্ষ্মণকে। আর এ মুহূর্তে সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন বিসিসিআই প্রেসিডেন্টের দায়িত্বে।

    আরও পড়ুন : শেষ রক্ষা হলো না! গত দুবছর ধরে করোনা মহামারিতে যখন বিধ্বস্ত বিশ্ব একমাত্র সুরক্ষিত স্থান ছিল ১৭ হাজার মানুষের কুক দ্বীপ

    বেশ কিছুদিন আগেই এনসিএ প্রধান হতে চলেছেন লক্ষ্মণ এ বিষয়ে জানিয়েছিলেন সৌরভ। তবে শনিবার কলকাতায় ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় শিলমোহর লাগলো সেই ঘোষণায়। সেই সঙ্গে এই সভাতেই চূড়ান্ত হলো এনসিএ-র পেস বোলিং কোচ হিসেবে ট্রয় কুলির নাম। আগামী ১৩ ডিসেম্বর থেকে বেঙ্গালুরুতে এনসিএ-তে যোগ দেবেন লক্ষ্মণ।

    বোর্ড সূত্রে জানানো হয়েছে, ‘‘লক্ষ্মণের সঙ্গে চুক্তি সই হয়ে গিয়েছে। মুম্বইতে চলতি ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টেই ধারাভাষ্যকার হিসেবে আপাতত শেষ দেখা যাবে লক্ষ্মণকে। ১৩ ডিসেম্বর থেকে উনি বেঙ্গালুরুতে কাজ শুরু করবেন। ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সময়ও ভারতীয় দলের সঙ্গে থাকবেন।’’
    লেখা – তানিয়া তুস সাবা।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...