দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (IPL) এবারের আসরের জন্য হওয়া নিলামে অবিক্রিত ছিলেন বাংলদেশী পেসার মোস্তাফিজুর রহমান। ১ কোটি রুপির ভিত্তি মূল্যে গত বছরের ডিসেম্বরে হওয়া নিলামে এই বাঁহাতি পেসারকে দলে নেয়ার আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চইজি।
তবে সম্প্রতি কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের কাছ থেকে ১৯শে সেপ্টেম্বর আরব আমিরাতে শুরু হতে যাওয়া আইপিএলে খেলার প্রস্তাব পান মোস্তাফিজুর। কিন্তু আইপিএলের সময়ে বাংলদেশ দলের শ্রীলঙ্কা সফর থাকায় মোস্তাফিজুরকে ছাড়পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)।
এ ব্যাপারে বিসিবি’র ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘আইপিএল থেকে প্রস্তাব এসেছিল আমাদের কাছে। তবে আমাদের যেহেতু জাতীয় দলের কমিটমেন্ট আছে, তাই ওকে এনওসি দেয়া হয়নি। সে আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার, এই সিরিজও আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে রওনা দেবে ২৭শে সেপ্টেম্বর। স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট শুরু আগামী ২৩শে অক্টোবর। আইপিএলের ফাইনাল ১০ই নভেম্বর। আর বাংলাদেশ দল দেশে ফিরবে ১৩ই নভেম্বর।
২০১৬ সালে প্রথমবার আইপিএল খেলতে গিয়ে স্বপ্নের মতো কাটে মোস্তাফিজের। ১৭ উইকেট নিয়ে সানরাইজার্স হায়দারাবাদকে শিরোপা জেতাতে রাখেন বড় অবদান। প্রথম ভিনদেশি ক্রিকেটার হিসেবে জিতে নেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার।