28 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    নিউক্যাসল ইউনাইটেডের প্রাক্তন স্ট্রাইকারে নজর ইস্টবেঙ্গলের

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: শ্রী সিমেন্টকে ইনভেস্টর রূপে পেয়ে আইএসএল খেলা নিশ্চিত করে ফেলার পর থেকেই দলকে আরো শক্তিশালী করে তোলার কাজে নেমে পড়েছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই লেফট ব্যাক নারায়ণ দাসকে প্রস্তাব দিয়েছে ইস্টবেঙ্গল, এবং ক্লাব ঘনিষ্ট সূত্রের মতে সেই প্রস্তাবে নাকি রাজিও হয়েছেন বছর ২৭-এর এই ফুটবলার। আর এরই মধ্যে এবার বিদেশী চয়ন করতে নেমে পড়লেন ক্লাব কর্তারা। খবর পাওয়া যাচ্ছে নিউক্যাসল ইউনাইটেডের প্রাক্তন স্ট্রাইকার পাপিস ডেম্বা সিসে’কে দলে চাইছে ইস্টবেঙ্গল।

    ফুটবলারটির এজেন্টের সাথে নাকি ইস্টবেঙ্গল কর্তাদের প্রাথমিক স্তরে কথাও হয়েছে।

    ৩৫ বছর বয়সী এই সেনেগালের স্ট্রাইকারের ফরাসি লিগ ওয়ান, বুন্দেসলিগা এবং ইংলিশ প্রিমিয়ার লিগের মতো বিশ্বের অনেক নামকরা ফুটবল লিগেই খেলার অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও সেনেগালের হয়ে ২০০৯ থেকে ২০১৫ সালের মধ্যে ৩৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৭ গোল করেছেন সিসে।

    ২০১২ সালে নিউক্যাসলে যোগ দেন সিসে, যেখানে তিনি চার মরসুম (২০১২-১৬) খেলে ১৩১ ম্যাচে ৪৪ গোল করেছেন, এছাড়াও তিনি এফসি ফ্রেইবার্গের হয়ে তিন মরসুম (২০০৯-১২) বুন্দেসলিগা এবং মেৎজ-এর হয়ে চার মরসুম (২০০৫-০৯) ফরাসি লিগ ওয়ানে খেলেছেন।

    এর পাশাপাশি সিসে শ্যানডং লুনেঙ-এর হয়ে চাইনিস সুপার লিগে (২০১৬-১৮) খেলেছেন। তিনি সর্বশেষ অ্যালানয়াস্পোরের হয়ে টার্কিশ সুপার লিগে খেলেছেন। গত মরসুমে তিনি ৩৭ ম্যাচে ২৬ গোল করেন।

    এই প্রসঙ্গে ইস্টবেঙ্গলের এক কর্তাকে ফোন করা হলে তিনি কিছু বলতে চান নি। তবে সূত্র মতে সিসে ছাড়াও আরো কিছু হাই প্রোফাইল বিদেশি স্ট্রাইকারের বায়োডাটা জমা পড়েছে ইস্টবেঙ্গলে, যার মধ্যে থেকে খুব শীঘ্রই একজন বা দুজনকে চূড়ান্ত করা হবে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...