দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) আসন্ন মরসুমের আগে এফসি গোয়ার ঘর ভেঙে ডিফেন্ডার কোনশাম চিংলেসানা সিংহকে দলে নিলো হায়দ্রাবাদ এফসি। ২৩ বছর বয়সী এই মণিপুরী ফুটবলার দুই বছরের চুক্তিতে হায়দ্রাবাদে যোগ দিয়েছেন, ক্লাবের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
গত মরসুমে হায়দ্রাবাদের ডিফেন্স তেমন স্বচ্ছল ছিলো না, সব থেকে বেশি গোলও তারাই হজম করেছিল। ফলে একজন নির্ভরযোগ্য ভারতীয় ডিফেন্ডার আনতে চাইছিলেন তারা, আর সেখানেই চিংলেসানার কার্যকারিতা।
টাটা ফুটবল একাডেমির এই প্রাক্তনী ২০১৫ সালে শীলং লাজংয়ের হাত ধরে পেশাদার ফুটবলে পথ চলা শুরু করেন। ২০১৬ সালে তিনি লাজং থেকে লোনে দিল্লী ডায়নামোসের হয়ে আইএসএলে আত্মপ্রকাশ করেন। এর পর ২০১৭ সালে তিনি এফসি গোয়া-তে যোগদান করেন, যেখানে চিংলেসানা তিন মরসুম কাটান।
নতুন ক্লাবে যোগ দিয়ে চিংলেসানা জানিয়েছেন, “এই মরসুমে হায়দ্রাবাদ নতুন ভাবে দল গঠন করছে। এই ক্লাবের অংশ হতে ভালো লাগছে। হায়দ্রাবাদের হয়ে সেরাটা দিতে চাই।”
এই মরসুমে হায়দ্রাবাদ এফসিতে যোগ দেওয়া তিনি তৃতীয় খেলোয়াড়, এর আগে সুব্রত পাল এবং হোলিচরণ নার্জারিও ক্লাবটিতে যোগ দিয়েছেন।