দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ক্রীড়া ক্ষেত্রে ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছে ভারত। এই প্রথম বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম উঠেছে ভারতের। ফাইনালে ভারতের শ্রীকান্ত খেলবেন ডেনমার্ক অথবা সিঙ্গাপুরের কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে। তবে সেমিফাইনালে শ্রীকান্তের প্রতিপক্ষ ছিলেন ভারতেরই লক্ষ্য সেন।
সেমিফাইনালের ম্যাচেও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন শ্রীকান্ত। লক্ষ্য সেনকে তিনি ১৭-২১, ২১-১৪, ২১-১৭ ব্যবধানে হারিয়েছেন। ম্যাচের প্রথম দিকে লক্ষ্য ভালো খেললেও শেষ পর্যন্ত তাকে হারতে হয় শ্রীকান্তের কাছে হারতে হয় তাকে।
আরও পড়ুন : কাশ্মীরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নিহত আরও এক জঙ্গি
এই প্রথম কোনো ভারতীয় পুরুষ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবেন। তবে শ্রীকান্তের সেমিফাইনাল ম্যাচ শেষ হলেও টুর্নামেন্টের আরও একটি সেমিফাইনাল বাকি আছে। এই সেমিফাইনাল ম্যাচটি হবে ডেনমার্কের অ্যান্ডেরস অ্যানটনসন এবং সিঙ্গাপুরের লো কিন ইউয়ের মধ্যে। এই ম্যাচ যে জয়ী হবেন তার বিরুদ্ধে ফাইনাল খেলতে হবে শ্রীকান্তকে।