দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ভারতীয় ক্রীড়া জগতের ইতিহাসে এই প্রথম বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেললেন কোনো ভারতীয়। যদিও সোনা জয়ের স্বপ্ন পূর্ণ হল না শ্রীকান্তের। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারতে হয়েছে সিঙ্গাপুরের লো কিন ইউয়ের কাছে হারতে হয়েছে শ্রীকান্তকে। তবে সোনা হাতছাড়া হলেও রূপো জিতেছেন তিনি।
কিন্তু সোনা না জিতলেও লো কিন ইউয়কে ভালো টক্কর দিয়েছে শ্রীকান্ত। প্রথমেই ১৫-২১ ব্যবধানে এগিয়ে গেছিল লো কিন ইউয়। যদিও তারপরে ঘুরে দাঁড়িয়ে ছিল শ্রীকান্ত। শেষ পর্যন্ত লো কিন ইউয়ের কাছে হারতে হয় শ্রীকান্তকে। এর আগে ১৯৮৩ সালে প্রকাশ পাড়ুকোন এবং ২০১৯ সালে বি সাই প্রণীত ব্রোঞ্জ জিতেছিলেন।
আরও পড়ুন : ব্যাডমিন্টনে বড় পদক জয়ের সম্ভবনা ভারতের, এবার বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবেন শ্রীকান্ত
প্রসঙ্গত, এই টুর্নামেন্টে শ্রীকান্তই প্রথম কোনো ভারতীয় যে সেমিফাইনালের কাঁটা পার করে ফাইনালে পৌঁছে ছিলেন। তবে সেমিফাইনালেও তাকে হারাতে হয়েছে ভারতের লক্ষ্য সেনকে। কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে স্বর্ণ পদক অধরাই থেকে গেল।