দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: একসময় হকি খেলার জন্য সারা বিশ্বের খুব জনপ্রিয় উঁচু ছিল ভারত। ভারতীয় হকি খেলোয়াড় ধ্যানচাদকে সেই সময় সকলেই চিনতেন। কিন্তু গত তিরিশ-চল্লিশ বছর ধরে সেই রকম কোনো কামাল দেখাতে পারেনি ভারতীয় হকি দল। কিন্তু এবার অলিম্পিকে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় হকি দল। যদিও সোনা জয়ের স্বপ্ন পূরণ হয়নি তাদের।
এবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় হকি দল। এমনকি এই টুর্নামেন্ট থেকেও একটি পদক জয় করেছে ভারত। তবে সোনা জয়ের স্বপ্ন এখনও পূরণ হল না। তবে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বোঞ্জ জিতেছে ভারতীয় হকি দল।
আরও পড়ুন : ফের জঙ্গিদের তান্ডবে উত্তপ্ত কাশ্মীর, এবার এই ঘটনায় নিহত হয়েছেন এক পুলিশকর্মী ও একজন সাধারণ মানুষ
গতকালের এই ম্যাচের প্রথম দিকেই এগিয়ে গেছিল পাকিস্তান। তখন স্কোর ছিল ২-১। তারপর পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন বরুণ কুমার। এরপর আহমেদ নাদিমের গোলে আবার সমতা ফেরায় পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত আকাশদীপ সিং গোলে জয় নিশ্চিত করে ভারত। শেষ পর্যন্ত ম্যাচের স্কোর ছিল ৪-৩। দু-দলের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গেছে এই ম্যাচে।