দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: শ্রী সিমেন্ট-কে নতুন ইনভেস্ট রূপে পেয়ে আসন্ন মরসুমে আইএসএল খেলা নিশ্চিত করে ফেলার পর থেকেই ইস্টবেঙ্গল শক্তিশালী দল গঠন করার কাজে নেমে পরেছে। ইতিমধ্যেই একদা ইস্টবেঙ্গলে খেলে যাওয়া নারায়ণ দাস-কে আগামী মরসুমের জন্যে প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও নিউক্যাসল ইউনাইটেডের প্রাক্তন সেনেগালি স্ট্রাইকার ডেম্বা সিসে-র নামও জোড়া হচ্ছে ক্লাবের সাথে। এরই পাশাপাশি এবার জাতীয় দলের স্টপার সন্দেশ ঝিঙান-এর দিকে হাত বাড়ালো ইস্টবেঙ্গল।
সদ্য কয়েকদিন আগে অর্জুন পুরস্কার প্রাপ্ত এই ফুটবলার আইএসএলের প্রথম মরসুম থেকেই কেরালা ব্লাস্টার্স-এর হয়ে খেলেছেন। কিন্তু গত মে মাসে কেরালার সাথে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর সন্দেশ এখনো কোন ক্লাবের সাথে চুক্তি সাক্ষর করেন নি। মাঝে শোনা যাচ্ছিলো সন্দেশ নাকি এটিকে মোহনবাগানে পাকা হয়ে গেছেন, কিন্তু শেষ মুহূর্তে চুক্তি হয়নি। আসলে, গত বছর সেপ্টেম্বর মাসে গুয়াহাটিতে জাতীয় দলের শিবির চলাকালীন একটি প্রাকটিস ম্যাচের সময় মারাত্মক চোট পান সন্দেশ। যার কারণে গোটা ২০১৯/২০ মরসুম তাকে মাঠের বাইরে কাটাতে হয়, এবং মনে করা হচ্ছে এটিকে মোহনবাগান কর্তৃপক্ষ সন্দেশের ফিটনেস নিয়ে সম্পূর্ণ আশ্বস্ত নয়, তাই নাকি তারা চুক্তি করেন নি।
এই সুযোগটাই কাজে লাগিয়ে বাজিমাত করতে চাইছে ইস্টবেঙ্গল। সন্দেশ কে নিতে ইস্টবেঙ্গলকে প্রায় ২ কোটি ১০ লক্ষ টাকা খরচ করতে হবে। ক্লাব ঘনিষ্ট সূত্র মতে ইস্টবেঙ্গল ইতিমধ্যেই সন্দেশের এজেন্টের সাথে প্রাথমিক কথা বলেছে।
সন্দেশের কাছে এফসি গোয়া এবং ওড়িশা এফসির প্রস্তাব থাকলেও, সূত্র দাবী করেছে এই পাঞ্জাব তনয় নাকি ব্যাক্তিগত ভাবে কলকাতায় খেলতে চান। তাই সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী মরসুমে বছর এর এই ফুটবলার কে লাল হলুদ জার্সি গায়ে দেখা যেতেই পারে।