দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আগামী ১৫ ই জানুয়ারি পর্যন্ত সমস্ত ঘরোয়া ক্রিকেট স্থগিত করে দিলো সি এ বি। আজ মঙ্গলবার এই বিষয়ে আলোচনায় বসেন। সেখানেই সিদ্ধান্ত হয় আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সব ম্যাচ বন্ধ থাকবে। ১৫ ই জানুয়ারির পর পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সি এ বি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া নিজেও করোনা আক্রান্ত। সোমবার পর্যন্ত তিনি বাড়িতে থাকলেও মঙ্গলবার কোনো রকম ঝুকি না নিয়ে তিনি হসপিটালে ভর্তি হন।
বাংলা শিবিরেও ছড়িয়ে পড়েছে করোনা। বাংলার মত সাতজন ক্রিকেটার করোনা আক্রান্ত। আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফি। বাংলার প্রথম ম্যাচ ত্রিপুরার সাথে। বোর্ড স্পষ্ট করেই জানিয়ের দিয়েছে রঞ্জি ট্রফি বন্ধ করার কোনো ভাবনা নেই বোর্ডের।