দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭ উইকেট তুলে নিয়ে ভারতের জয়ের আশা বেঁচে থাকলো ওয়ান্ডারর্সে। শার্দুলের ৬১ রানে ৭ উইকেট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জে কোনো ভারতীয়র করা এক ইনিংসে করা সেরা পারফরমেন্স। আগের সেরা ছিলো অশ্বিনের ৭-৬৬।
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত এগিয়ে মাত্র ৫৮ রানে। জিততে হলে হাতে অন্তত ২৫০ রানের পুঁজি দরকার। এখন ক্রিজে আছেন দুই অভিজ্ঞ ব্যাটার পূজারা (৩৫) এবং রাহানে (১১)। মূলত এই দুজন ব্যাটারের উপরই নির্ভর করছে দ্বিতীয় টেস্টের ভাগ্য। এই দুজন বড় রান করলেই ভরটার জয়ের আশাআশা থাকবে। শুরুতেই রাহুল (৮) ও মায়াঙ্ক (২৩) উইকেট হারিয়েছে। রাহুলের আউট নিয়েও রয়েছে যথেষ্ট বিতর্ক।
এই ম্যাচে চতুর্থ বোলার হিসাবে দলে সুযোগ পেয়েছিলেন শার্দুল। যদিও তাঁর জায়গায় উমেশ যাদবকে খেলানোর কথা বলেছিলো বিশেষজ্ঞরা কিন্তু ব্যাটিংয়ের হাত ভালো বলেই দলে এসেছিলেন তিনি।তার বোলিংয়ের গতি খুব কম সময়ই ১৩০ এর বেশি হয় কিন্তু ওয়ান্ডারর্সের উইকেট আর নিয়ন্ত্রিত বোলিংই সাফল্য এনে দিলো।