দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :আগের আগের দুই টেস্টে ব্যর্থ হয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি । সব সমালোচনার জবাব দিলেন আজ সেঞ্চুরি করে । দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচ চলছে । ম্যাচ এখন যে কেউ জিততে পারে । দ্বিতীয় ইনিংসে দুর্ধর্ষ ভাবে ফর্মে ফিরে এলেন ঋষভ পন্থ । ১০০ রানে অপরাজিত থেকে যান তিনি ।


ভারত প্রথম ইনিংসে ২২৩ রান করে জবাবে দক্ষিণ আফ্রিকা করে ২১০ রান । ভারত দ্বিতীয় ইনিংসের তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে । ঋষভ পন্থের সেঞ্চুরি আর বিরাট কোহলির ২৯ রান ছাড়া কেউই রান পায়নি । তৃতীয়ও সর্বোচ ২৭ রান এসেছে অতিরিক্ত হিসাবে । ১০০ রানে অপরাজিত থেকে যান তিনি । ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ১৯৮ রানে । দক্ষিণ আফ্রিকাকে জিততে হলে করতে হবে ২১২ রান । এই ম্যাচে ভাগ্য ঝুলে রয়েছে ভারতের বোলারদের উপরে ।
এদিকে ওয়াশিংটন সুন্দর করোনা আক্রান্ত যার ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে অনিশ্চিত তিনি । ১৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে শুরু হচ্ছে ভারতের। দক্ষিণ আফ্রিকা উড়ে যাবে ভারতের ওয়ান ডে টিমের ক্রিকেটাররা। বেঙ্গালুরুর এনসিএতে ট্রেনিং করছিলেন ওয়াশিংটন। সেখানেই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। অন্য ক্রিকেটারদের রিপোর্ট নেগেটিভ এসেছে। যদিও দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে আবার পরীক্ষা হবে।