দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সিরিজ বাঁচাতে জয় ছাড়া বিকল্প ছিল না অস্ট্রেলিয়ার। কিন্তু রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ইংল্যান্ডের কাছে হার মানলো অ্যারন ফিঞ্চের দল। সাউদাম্পটনে সফরকারীরা হেরেছে ৬ উইকেটে। তাতেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করে ফেললো ইংল্যান্ড। প্রথম টি-টোয়েন্টিতে তারা জিতেছিল ২ রানে। মঙ্গলবার একই ভেন্যুতে তৃতীয় ও শেষ ম্যাচে নামবে দুই দল।
সিরিজ বাঁচানোর লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ১৮.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
দ্বিতীয় উইকেটে ৮৭ রানের জুটিতে স্বাগতিকদের জয়ের ভিত গড়ে দেন জস বাটলার ও ডেভিড মালান। আগের ম্যাচে ফিফটি হাঁকানো মালান এদিন উপহার দেন ৪২ রানের (৩২ বল) ইনিংস। যাতে ছিল ৭ চার। এরপর ১৩ রানের ব্যবধানে টম ব্যান্টন (২) ও অধিনায়ক ইয়ন মরগানকে (৭) হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ইংল্যান্ড। তবে ওপেনিংয়ে নামা বাটলার ঠান্ডা মাথায় বাকি কাজটুকু সারেন। মঈন আলীর সঙ্গে ১১ বলে ২৩* রানের জুটিতে নিশ্চিত করেন জয়। ৫৪ বলে ৭৭* রানের ইনিংসটি বাটলার সাজান ৮ বাউন্ডারি ও ২ ছক্কায়। আর মঈন সমান একটি করে চার-ছয়ে ৬ বলে করেন ১৩* রান।
অস্ট্রেলিয়ার হয়ে অ্যাশটন অ্যাগার ২টি, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা নেন একটি করে উইকেট। ম্যাচসেরা হন বাটলার। অস্ট্রেলিয়া ইনিংসের শুরুটাই ভালো ছিল না । দলীয় ৩ রানের মধ্যে ডেভিড ওয়ার্নার (০) ও অ্যালেক্স ক্যারি (২) ফেরেন সাজঘরে। দলীয় ৩০ রানে স্টিভ স্মিথকে (১০) হারানোয় চাপ বাড়ে অজি শিবিরে। মার্কাস স্টয়নিসকে নিয়ে অবশ্য সে চাপ অনেকটাই কাটিয়ে উঠেছিলেন অধিনায়ক ফিঞ্চ। দলীয় ৭৯ রানে আউট হন ফিঞ্চ (৩৩ বলে ৪০)। ১০ রান পর বিদায় নেন স্টয়নিসও (২৬ বলে ৩৫)। সেখান থেকে গ্লেন ম্যাক্সওয়েলের ১৮ বলে ২৬, অ্যাগারের ২০ বলে ২৩ ও প্যাট কামিন্সের ৫ বলে ১৩* রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে ক্রিস জর্ডান নেন সর্বোচ্চ ২ উইকেট। জফরা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড প্রত্যেকের শিকার একটি করে উইকেট।