দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: চারবারের অলিম্পিক চ্যাম্পিয়ন ব্রিটেনের মো ফারাহ এবং নেদারল্যান্ডসের সিফান হাসান মেমোরিয়াল ভ্যান ড্যাম মিট-এ এক ঘন্টা দৌড়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। মাত্র দুই ঘন্টার ব্যাবধানে পুরুষ ও মহিলা উভয় বিভাগেই বিশ্ব রেকর্ড তৈরি হল ডিস্টেন্স রানিং-এর জগৎে।


মহামারীজনিত কারণে দর্শকদের ছাড়াই অনুষ্ঠিত এই প্রতিযোগিতায়, মহিলাদের বিভাগে সিফান হাসান এক ঘণ্টায় ১৮.৯১৭ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ২০০৮ সালে ওস্ত্রাভা গোল্ডেন স্পাইক মিট-এ গড়া ইথিওপিয়ায়র ডিরে টুনে-এর রেকর্ড ভেঙে দিয়েছেন। টুনে এক ঘন্টায় ১৮.৫১৭ কিমি দূরত্ব অতিক্রম করেছিলেন।
পুরুষদের বিভাগে মো ফারাহ, হ্যালে গ্যাব্রেসালসির ১৩ বছরের রেকর্ড ভেঙেছেন। এতো দিন গ্যাব্রেসালসি দখলে ২১.২৮৫ কিমি দূরত্ব অতিক্রম করার রেকর্ড ছিল। কিন্তু সোমালিয়া বংশোদ্ভূত ব্রিটিশ রানার ফারাহ ২১.৩৩০ কিমি দূরত্ব অতিক্রম করে নতুন রেকর্ড গড়েন। দ্বিতীয় স্থানে থাকা বসির আবদী তার থেকে আট মিটার পিছনে ছিলেন।