দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গত মাসেই ইস্টবেঙ্গল ক্লাব শতবর্ষ পূর্ণ করেছে। শতবর্ষ উদযাপন নিয়ে ক্লাবের অনেক পরিকল্পনা থাকলেও করোনা মহামারীর জেরে সেসব কিছুই বাস্তবায়িত হয়নি। পয়লা অগাস্ট স্বাস্থ্যবিধি মেনে পতাকা উত্তোলন ও কেক কেটে ছিমছাম ভাবে পালন হয় ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস।
এই উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী থেকে শুরু করে আরো অনেকেই। এমনকি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা-এর থেকেও এসেছিলো শুভেচ্ছা। এবার সেই তালিকাতে যুক্ত হলো বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।


রেড ডেভিলসদের পক্ষ ইস্টবেঙ্গল কে পাঠানো চিঠিতে লেখা হয়েছে, “ইস্টবেঙ্গল ও তার লক্ষ লক্ষ সমর্থকদের শতবর্ষের শুভেচ্ছা। আমারা ইস্টবেঙ্গলের গৌরবময় ইতিহাস এবং ১৯২০ সালের পয়লা অগাস্ট থেকে শুরু হওয়া বর্ণময় যাত্রার সাথে খুব ভাল ভাবে পরিচিত।”
ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদার কে উদ্দেশ্য করে লেখা চিঠিতে, ম্যান ইউনাইটেডের ট্যুর ডাইরেক্টর ক্রিস্টোফার ক্যেমেন আরো লিখেছেন, “আপনাদের ক্লাবে আমাদের সম্প্রতিক সফরে দারুন অভিজ্ঞতা হয়েছিল, যার জন্যে ধন্যবাদ। ইস্টবেঙ্গল আইএসএলে সুযোগ পেতে চলছে জেনে আমরা খুশি, এবং নতুন যাত্রা শুরু করার জন্যে আমাদের শুভেচ্ছা। ক্লাবের উজ্জ্বল ভবিষতের জন্যে শুভ কামনা রইলো।”