দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: লকডাউনের বন্দিদশায় ক্রীড়াজগতের অনেকেই ভক্তদের সম্মুখীন হয়েছেন স্যোশাল মিডিয়ার মাধ্যমে। আর তা থেকে বিরত থাকেননি দক্ষিম আফ্রিকার প্রাক্তন অধিনায়িক ফ্যাফ ডুপ্লেসি। এদিন তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ভারতীয় স্পিনার রবিচন্দ্র আশ্বিনের সাথে কথোপকথনে বলেন তার সহৃদ বন্ধু এবি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ২০১৮ এর মে মাসে। সেই সময় তিনি একপ্রকার মহাসঙ্কটে পড়ে গিয়েছিলেন এই ভেবে যে দলটি এবার কিভাবে এগোবে।
তার মতে, এবি যুখন ছেড়ে চলে গেলেন, সেই সময়টা ফ্যাফের কাছে যথেষ্ট কঠিন সময় ছিল। “তার মতো খেলোয়াড় ও তার দক্ষতা দলকে বিপক্ষের বিরুদ্ধে অনেকটাই এগিয়ে রাখে। এক বন্ধু হিসেবে আমি তার কাছে গিয়ে তাকে বলেছিলাম তার সমর্থন ও সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত। কিন্তু ওর সাথে কথা বলে মনে হয়েছিল সে তার কেরিয়ার সেখানেই শেষ করে অবসর নিতে চায়। তাই আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাতে বাধ্য ছিলাম।”
এক অধিনায়ক হিসেবে তার ওপর দায়িত্ব এসে পড়ে কিভাবে সে ডেভিলিয়ার্স বিহীন আফ্রিকান দলকে এগিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু তার মধ্যেকার বন্ধুসত্ত্বা এবি কে রেখে দিয়েছেন তার মনে। এমনটাই বললেন ডুপ্লেসি। তবে অধিনায়কত্ব এর দায়ীত্বে খুব একটা সফল হননি বক্তা।
শেষে বিশ্বকাপে নিরাশজনক বিদায় সাথে শ্রীলঙ্কা ও ভারতের বিরুদ্ধে ক্লিন সুইপ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে ঘরোয়া টেস্ট সিরিজ হারের পর সে পদ থেকে নিজেকে সরিয়ে নেন ফ্যাফ। বর্তমানে দুবাইতে আসন্ন আইপিএল এর জন্য চেন্নাই সুপার কিংস শিবিরের জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি।