দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আসন্ন দ্বিতীয় ডিভিশন আই লিগের জন্যে কলকাতার দুই ক্লাব মহামেডান এবং ভবানীপুর ইতিমধ্যেই বেশ শক্তিশালী দল গড়ে ফেলেছে। শুধু তাই নয় ইতিমধ্যেই বল নিয়ে মাঠেও নেমে পড়েছে এই দুই দল।
তবে পিছিয়ে নেই দ্বিতীয় ডিভিশন আই লিগের আরেক ক্লাব এফসি ব্যাঙ্গালোর ইউনাইটেড-ও। নিঃশব্দে তারা ঘর গুছিয়ে নিচ্ছে, এবং কলকাতার দুই ক্লাবকে চ্যালেঞ্জ জানানোর মতো দলও তারা গড়ে ফেলেছে।
করোনা মহামারীর জেরে দ্বিতীয় ডিভিশন আই লিগ মাঝ পথে বন্ধ হয়ে যাওয়ার আগে কর্নাটকের এই ক্লাবটি গ্রুপ সি-তে দ্বিতীয় স্থানে অবস্থান করছিল, এবং চূড়ান্ত রাউন্ডে যাওয়াও প্রায় নিশ্চিত ছিলো তাদের। সেই দলটি কেই ধরে রেখে নতুন ফুটবলারে সংযোজন ঘটিয়ে শক্তি অনেকটাই বাড়িয়ে ফেলেছে তারা।
ব্যাঙ্গালোর ইউনাইটেড সম্প্রতি চার্চিল ব্রাদার্স থেকে ক্যারিবিয়ান ডিফেন্ডার রবার্ট প্রিমাস-কে সই করিয়েছে। উইলিস প্লাজার দেশের এই ডিফেন্ডার গত মরশুমে গোয়ার ক্লাবটির হয়ে আই লিগে দশটি ম্যাচ খেলে দুই গোল করেছিলেন। বছর ২৯-এর এই ফুটবলারটির ত্রিনিদাদ এন্ড টোবাগো, মার্কিন যুক্তরাষ্ট্র, কাজাকিস্তান এবং বেলারুশে ক্লাব ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে। ত্রিনিদাদ এন্ড টোবাগোর জাতীয় দলের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে ৬ ফুট ২ ইঞ্চির এই ফুটবলারে ঝুলিতে।
এর পাশাপাশি মিনার্ভা পাঞ্জাবের আই লিগ জয়ী দলের সদস্য ঘানার উইলিয়াম ওপোকু এবং চার্চিল থেকে আরো দুই ফুটবলার কুনজাঙ ভুটিয়া ও নিকোলাস ফার্নান্ডেজ-কে দলে নিয়েছে ব্যাঙ্গালোর ইউনাইটেড।