দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা তরুণ ফুটবলার আনোয়ার আলীকে নিয়ে বিপাকে মহামেডান স্পোর্টিং।
অনুর্ধ-২০ কটিফ কাপে আর্জেন্টিনার বিপক্ষে গোল করে ভারতকে ঐতিহাসিক জয় এনে দেওয়া এই পাঞ্জাব তনয় আগামীদিনের অনেক রঙ্গিন স্বপ্ন বুনেছিলেন। আই লিগে ইন্ডিয়ান অ্যারোসের জার্সি গায়ে সারা জাগানো পারফরমেন্স করে, কিংস কাপ থেকে শুরু করে ইন্টারকন্টিনেন্টাল কাপ সহ বেশ কিছু আন্তর্জাতিক আসরে ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন এই ডিফেন্ডার। তার প্রতিভা দেখে আইএসএল দল মুম্বাই সিটি এফসি দুই বছরের চুক্তিতে সইও করিয়েছিলো। কিন্তু হটাৎ করেই দমকা হাওয়ায় সব এলো মেলো হয়ে যায়।
গত বছর অক্টোবর মাসে হ্রদযন্ত্রে সমস্যা দেখা দেওয়ায় আনোয়ারের ফুটবল কেরিয়ার প্রশ্ন চিহ্নের মুখে পরে যায়। আসলে, ফুটবল খেলায় প্রচুর পরিমানে শারীরিক পরিশ্রম লাগে। এই খেলায় হ্রদযন্ত্র ও ফুসফুসের ব্যবহার সব থেকে বেশি। সেই কারণেই ডাক্তারেরা তাকে মাঠে না নামার পরামর্শ দিয়েছিলেন। তার হৃদযন্ত্রে একটি ছিদ্র রয়েছে।
এই ঘটনার পর পার হয়ে গিয়েছিল অনেকটা সময়, সবাই প্রায় ভুলতেই বসেছিল আনোয়ারকে। কিন্তু বছর ২০-এর এই ফুটবলার বিদেশে উন্নত চিকিৎসা করে সবার অলক্ষ্যে ফুটবল মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। আসন্ন দ্বিতীয় ডিভিশন আই লিগকেই তার প্রত্যাবর্তনের মঞ্চ করতে চেয়েছিলেন আনোয়ার, সেই মত মহামেডানে সইও করেছিলেন।
কিন্তু গোলযোগ বাধে কলকাতায় পৌঁছানোর পর যখন তার স্বাস্থ পরীক্ষা করা হয়। মহামেডান আনোয়ারের স্বাস্থ পরীক্ষার রিপোর্ট ফেডারেশনের মেডিকেল কমিটিতে পাঠালে সেই রিপোর্ট পর্যবেক্ষণ করে ফেডারেশনের ডাক্তারেরা নাকি পেয়েছেন আনোয়ার এই মুহূর্তে ফুটবল খেলার মতো অবস্থায় নেই, এবং ভবিষ্যতেও হয়তো তাকে ফুটবল খেলা থেকে বিরত থাকতে হবে। আনোয়ার বর্তমানে কল্যাণীতে মহামেডানের আবাসিক শিবিরে রয়েছেন।
এই সামনে খবর আসার পরই কার্যত হতাশা নেমে আসে সাদা কালো শিবিরে। যদিও সূত্রের মতে এমন কিছু যে হতে পারে এর জন্যে মহামেডান নাকি আগে থেকেই প্রস্তুত ছিল, এবং তারা আনোয়ারের বিকল্প রূপে ইস্ট-মোহনের প্রাক্তন ডিফেন্ডার কৌশিক সরকারকে প্রস্তাবও দিয়েছে।