দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : রনজি নাগালে পেতে ভরসা বাংলার হয়ে খেলা সফল অথচ দায়বদ্ধ ক্রিকেটারের উপর! কোচিংয়ে ইতিমধ্যেই লক্ষ্মীরতন শুক্লার সাফল্যের নমুনা প্রমাণিত। সিএবি সূত্রে খবর লক্ষ্মীরতন শুক্লাকে (Laxmiratan Shukla) দায়িত্ব দেওয়া হচ্ছে।। এটাও শোনা গেল, লক্ষ্মীর সিনিয়র টিমের কোচ হয়ে আসার ব্যাপারটা এখন স্রেফ সময়ের অপেক্ষা।
গত মরশুমে বাংলার অনূর্ধ্ব ২৫ টিমের কোচের দায়িত্ব সামলেছেন লক্ষ্মী। ক্রিকেট প্রেমী থেকে শুরু করে ক্রিকেট বিদগ্ধজনেরা লক্ষ্মীরতনে একবার ভরসা রাখতে চাইছেন। ২০১৯-২০ মরশুমে অরুণ লালের প্রশিক্ষণেই বাংলা রঞ্জির ফাইনাল খেললেও, তা আপাতত ঝাপসা। বাংলার হয়ে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা রয়েছে লক্ষ্মীরতন শুক্লার। সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বাংলা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
বাংলা দলের বোলিং কোচ হিসেবে উঠে আসছে একাধিক নাম। সৌরাশিস লাহিড়ী, শিবশঙ্কর পালের নামও ভেসে উঠছে। অশোক দিন্দাও বাংলার কোচ হওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন বলে জানা যাচ্ছে। বাংলার ড্রেসিংরুম একটি পরিবারের মতো। এই পরিবারে লক্ষ্মীলাভ হলে আগামী মরশুমে রনজি জয়ের স্বপ্ন বাস্তবতার রূপ নিতে পারে বলে মনে করছেন আপামর বাংলার ক্রিকেটপ্রেমীরা। বাংলা দলের হয়ে দীর্ঘ বছর খেলেছেন লক্ষ্মীরতন শুক্লা। সামলেছেন অধিনায়কের দায়িত্বও। প্লেয়ার হিসেবে ক্রিকেটকে বিদায় জানানোর পর রাজনীতির ময়দানে পা রেখেছিলেন লক্ষ্মীরতন শুক্লা। সেই পিচও দাপটের সঙ্গে খেলে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যের বিধায়ক ও মন্ত্রীও হয়েছিলেন। তবে ২০২১ বিধানসভা ভোটের আগে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ে ও মন্ত্রীত্ব ছাড়েন লক্ষ্মী। পরে আর ভোটেও লড়েননি। বিজেপিতে যাওয়ার জল্পনা তৈরি হলেও তা বাস্তবে রূপ পায়নি। ক্রিকেটেই কোচ হিসেবে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেন।
সিএবি কর্তারাও তাই লক্ষ্মীরতন শুক্লাকে যোগ্য বলে মনে করছেন। বাংলার হয়ে লক্ষ্মীর খেলার অভিজ্ঞতাও কাজে লাগাতে চায় সিএবি। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও বাংলার পরবর্তী কোচ হিসেবে লক্ষ্মীরতন শুক্লার নাম পাকা বলেই জানা যাচ্ছে।