দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে আড্ডার মেজাজে রাহুল দ্রাবিড় ও ব্রায়ান লারা। ত্রিনিদাদ থেকে পোর্ট অব স্পেনে ছুটে এসেছেন লারা। ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম এক দিনের ম্যাচ দেখতে নয়, এসেছিলেন দ্রাবিড়ের সঙ্গে আড্ডা জমিয়ে দিতে। ভারতের সাজঘরে খোশগল্পে মজে থাকা দুই মহানায়ক দীর্ঘদিন ব্যাট হাতে শাসন করেছেন টেস্ট ক্রিকেট। পরস্পরের বিরুদ্ধে খেলেছেন এক দশকের বেশী সময়। প্রাক্তন মিস্টার ডিপেন্ডেবল রাহুল দ্রাবিড় ও ক্যারিবিয়ান ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান লারা।
বন্ধু দ্রাবিড়ের মতো ক্রিকেট প্রশিক্ষন দিচ্ছেন লারা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং কোচ হওয়ার সুবাদে ভারতীয় ক্রিকেটারদের খেলা সম্পর্কে বেশ ওয়াকিবহাল লারা। পুরনো দিনের কথা আলোচনা খোশগল্বে মজে খেলাও দেখেন দুই প্রাক্তন ক্রিকেটার। ক্রিকেটপ্রেমীদের মজে জায়গা নিতে ভারতীয় ক্রিকেট বোর্ড এই অমূল্য ছবি পোস্ট করেছেন নিজেদের ওয়ালে।