দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : কেরল থেকে সটান কলকাতায় পা রাখবেন লাল-হলুদের কোচ বিনো জর্জ। ইস্টবেঙ্গলে কলকাতা লিগ এবং ডুরান্ড খেলবে বিনো জর্জের কোচিংয়েই। পরে আইএসএলের জন্য বিদেশি কোচই নিয়োগ করে জর্জকে রাখা হবে সহকারী কোচ হিসাবে। আইএসএলে ইস্টবেঙ্গলের কোচ হতে পারেন স্টিফেন কনস্টান্টাইন। বিনো মহমেডান স্পোর্টিংয়ে খেলেছেন অতীতে। ২০১৫-য় ইউনাইটেড স্পোর্টসের কোচ ছিলেন। বিনোর কোচিংয়েই বাংলাকে হারিয়ে সন্তোষ ট্রফি জেতে কেরল। গোকুলম কেরলকে আই লিগে চ্যাম্পিয়ন করিয়েছেন। ইস্টবেঙ্গলকেও তিনি কাঙ্ক্ষিত সাফল্য দিতে শহরে আবার কোচ হিসাবে ফিরছেন বিনো জর্জ।
বিনোর অনুভূতি, “সারা দেসে দেশে ইস্টবেঙ্গল, মোহনবাগানের কারুর অজানা নয়। বড় ক্লাবের গুরুদায়িত্ব সামলাতে চলেছি। গোকুলম কেরলেও সহকারী হিসাবে কাজ করার পর কোচ হয়ে সাফল্য পেয়েছি। গত দু’বছর খুব একটা সাফল্য আসেনি ইস্টবেঙ্গল ক্লাবে। এই পরিস্থিতি বদলানোই আমার প্রধান লক্ষ্য।”কোচ হওয়ার দৌড়এ সঞ্জয় সেন এবং রঞ্জন ভট্টাচার্য থাকলেও বিনোকেই বিনিয়োগকারী সংস্থা ইমামি গ্রুপ ও ইস্টবেঙ্গল শিবিরের।
১৭ জন ফুটবলারের তালিকা পাঠিয়ে দেওয়া হবে বিনোকে। নিজের হাতেও বেশ কিছু ফুটবলার রয়েছে। শহরে এসে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনারপর সই করানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর। বিনোর কথায়, “ তরুণ ফুটবলার সই করানোর ব্যাপারে আগ্রহী যাতে ভবিষ্যতে তাদের খেলিয়ে ক্লাব আর্থিক ভাবে লাভবান হতে পারে। এই দর্শনেই বিশ্বাসী তাই নজরে তরুণ ফুটবলাররাই রয়েছে। ভাল বিদেশি নিয়ে এলে ওরাই পার্থক্য গড়ে দিতে পারে।” বুধবারই কলকাতায় পা রাখছেন লাল-হলুদ জনতার চিন্তা উপশমের পথ্য।