দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কোটি টাকার আইএসএলে ইস্টবেঙ্গলের অন্তর্ভুক্তি শুধু সময়ের অপেক্ষা। কিন্তু কিছুটা জটিলতা তৈরী হয়েছিল নাম নিয়ে। কোন নামে খেলবে লাল হলুদ? নতুন করে উৎকণ্ঠা শুরু হয়ে যায় ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ইস্টবেঙ্গল নামের আগে ‘শ্রী’ যুক্ত হতে পারে।
কিন্তু তেমনটা যে হচ্ছেনা তা স্পষ্ট করে দিলেন শ্রী সিমেন্টের উপদেষ্টা ও ইস্টবেঙ্গলের সদস্য শ্রেণিক শেঠ। ৭৬ শতাংশ শেয়ার রাজস্থানের এই কোম্পানির হাতে থাকলেও ইস্টবেঙ্গল আইএসএল খেলবে ইস্টবেঙ্গল নামেই। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, “ফিফার নিয়ম অনুযায়ী ইস্টবেঙ্গল নামের আগে শ্রী যুক্ত হবেনা।”
ইতিমধ্যেই জয়পুর থেকে নতুন কোম্পানি নথিভুক্ত করেছে শ্রী সিমেন্ট। যেখানে ডিরেক্টর হিসেবে রয়েছেন সঞ্জয় মেহেতা ও প্রকাশ নারায়ন ছাঙ্গানি। এই নিয়েও সোশ্যাল মিডিয়া জল্পনা শুরু হয়। এ নিয়েও লাল হলুদ সমর্থকদের অভয়বাণী শুনিয়ে রাখলেন শহরের অন্যতম নামী এই ব্যবসায়ী।
তিনি বলেন, “কোনও কোম্পানি তৈরি করতে হলে দুজন ডিরেক্টর লাগে। এটা কোম্পানি তৈরির একটা ধাপ। এই কোম্পানি ১৪ সেপ্টেম্বরের মধ্যেই বিড জমা দেবে।”
তিনি আরও জানান, “এফএসডিএল ইস্টবেঙ্গলের অন্তর্ভুক্তির কথা জানানোর পরই আমরা বোর্ড মেম্বারদের নাম প্রকাশ্যে আনব।” তবে, লাল হলুদের পক্ষ থেকে দুজন সদস্য যে থাকবেন তা তিনি পরিষ্কার ভাবেই জানিয়েছেন।