দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আন্তর্জাতিক ক্রিকেটে ৪৪৪ টি উইকেটের মালিক। ভয়ংকর গতির জন্যই ক্রিকেট দুনিয়া বিখ্যাত। শোয়েব আখতার ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ডেলিভারির নায়কের বায়োপিক মুক্তি পেতে চলেছে। ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস-রানিং এগেনস্ট দ্য অডস’। ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর মুক্তির অপেক্ষায় শোয়েবের বায়োপিক। ছবিটির নির্মাতা মহম্মদ ফারাজ কাইজার। কিউ প্রোডাকশন্স ফিল্মস ছবি প্রযোজনায়। শোয়েবের ভূমিকায় অভিনেতা কে, তা এখনও অজানা। ক্রিকেটজীবনে শোয়েবের ডাকনাম রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
পাকিস্তানের কোনও ক্রীড়াবিদকে নিয়ে এই প্রথম বিদেশি চলচ্চিত্র হতে চলেছে। ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ডেলিভারি করার নজির শোয়েব আখতারেরই। বিরাট কোহলির অফ ফর্ম নিয়েও বিরাটের পাশে থেকে সরব হয়েছিলেন ক্রিকেটের বিতর্কিত নায়ক। ভারতীয় তারকা কিং কোহলির পাশে দাঁড়ানোর কারণে সমালোচনার সম্মুখীনও হয়েছিলেন। বিতর্কিত হলেও জনপ্রিয় পাক ক্রিকেট তারকা শোয়েব আখতারের বড় পর্দায় জীবন কাহিনী দেখার অপেক্ষায় উদগ্রীব ভক্তরা।