দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কেরালা ব্লাস্টার্স ছেড়ে মুম্বাই সিটি এফসিতে পাড়ি জমাচ্ছেন বার্থলোমেউ ওগবেচে, দ্য ক্যালকাটা মিরর জানতে পেরেছে। এই নাইজেরিয় স্ট্রাইকার এক বছরের চুক্তিতে মুম্বাইতে আসছেন, তবে পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়ানোর অপশন রয়েছে।
গত মরসুমে আইএসএলে ১৬ ম্যাচে ১৫ গোল করে এটিকের রয় কৃষ্ণা এবং চেন্নাইয়িনের নেরিয়াস ভালস্কিসের সাথে লিগের যুগ্ম সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন এই ৩৫ বছর বয়সী স্ট্রাইকার।
নাইজেরিয়ার ওগোচা শহরে জন্মগ্রহণকারী ওগবেচে ১৯৯৯ সালে মাত্র ১৫ বছর বয়সে প্যারিস সেন্ট জার্মেইয়ের যুব দলে যোগ দিতে ফ্রান্সে পাড়ি জমান, এবং ২০০১ সালে প্রথম দলে সুযোগ পান। কিন্তু চোট আঘাতের কবলে পরে তিন মরসুমে পিএসজির প্রথম দলে নিয়মিত হয়ে উঠতে পারেন নি। মধ্যপ্রাচের ক্লাব আল জাজিরাতে যোগদানের আগে তিনি অল্প সময়ের জন্যে ফ্রান্সেরই এফসি বাস্তিয়া এবং এফসি মেৎজ-এর হয়েও খেলেন।
তিনি আইএসএলের ২০১৮-১৯ মরসুমের আগে নর্থইস্ট ইউনাইটেড এফসিতে যোগ দিয়েছিলেন, এবং ১৮ ম্যাচে ১২ গোল করে নর্থইস্টকে প্রথম বারের জন্যে আইএসএল সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা নিয়েছিলেন। নাইজেরিয়া জাতীয় দলের হয়ে ১১ টি ম্যাচ খেলে ৪ গোল করেছেন ওগবেচে। ২০০২ বিশ্বকাপে তিনি নাইজেরিয়া জাতীয় দলের অংশ ছিলেন এবং দুটি ম্যাচে মাঠে নেমেছিলেন।
মুম্বই সিটি এফসি এই মরসুমে ট্রান্সফার মার্কেটে বেশ সক্রিয়। তারা ইতিমধ্যেই প্রাক্তন এফসি গোয়া কোচ সের্জিও লোবেরা এবং অধিনায়ক মন্দার রাও দেশাইকে দলে নিয়েছে। এর পাশাপাশি গোয়ার ডিফেন্ডার মুর্তদা ফল এবং মিডফিল্ডার আহমেদ জাহোউ-কেও সই করানোর ব্যাপারে অনেক দূর এগিয়ে গেছে।