দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : রোনাল্ডোর দলবদ নিয়ে উত্তাল বিশ্ব ফুটবল। সূত্রের খবর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে রোনাল্ডো থাকতে চাইছেন না। ছুটি কাটিয়ে ট্রেনিংয়ে যোগ দেওয়ার পর ম্যান ইউ কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন রোনাল্ডো ও তাঁর এজেন্ট। ক্রিশ্চিয়ানোর প্রাক্তন স্যর আলেক্স ফার্গুসনকেও সামনে রেখেছিলেন ম্যান ইউ কর্তারা। এমনকি হাজির কিংবদন্তি ব্রায়ান রবসনও। ক্যারিংটনে ম্যান ইউয়ের ট্রেনিং সেন্টারে রোনাল্ডো হাজির বিলাসবহুল বেন্টলি চড়ে। ম্যানেজার এরিক টেন হ্যাগ এবং চিফ এগজ়িকিউটিভ রিচার্ড আর্নল্ডের সঙ্গে বৈঠক সারেন। ম্যান ইউয়ের পক্ষ থেকে পরিস্কার জানানো হয়, রোনাল্ডোকে বিক্রি করা কোনওভাবেই সম্ভব নয়। ক্লাব সূত্রে বলছে, রোনাল্ডোর এজেন্ট হর্হে মেন্ডেসও সন্তুষ্ট আর্নল্ডের কথায়। ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি,বৈঠকে নাকি সমাধানসূত্র বেরোয়নি!
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে যাওয়া আলোচনা চরমে। বায়ার্ন মিউনিখ সিইও অলিভার কান জানান রোনাল্ডোকে বায়ার্নে যোগ দেওয়ার আলোচনা করেছিলেন। পরে ক্লাবের পক্ষে সিদ্ধান্তে নেতিবাচক ভঙ্গিমার প্রকাশ। অলিভার কান মনে করেন সর্বকালের সেরাদের এক জন রোনাল্ডো। বায়ার্ন মিউনিখ ক্লাবের দর্শনের সঙ্গে রোনাল্ডোকে করানোর ভাবনা সমতুল্য নয়। জার্মানির একটি পত্রিকায় আলিভার কানের বক্তব্যে স্পষ্ট ‘‘রোনাল্ডোর বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি, এই গ্রহের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।’’ তা হলে নেওয়া হল না? প্রসঙ্গে কানের কানের মতামত, ‘‘শেষ পর্যন্ত সিদ্ধান্তে উপনীত, রোনাল্ডোর শ্রেষ্টত্ব নিয়ে যতই নিঃসংশয় থাকি না কেন, আমাদের ক্লাবের দর্শনের সঙ্গে ক্রিশ্চিয়ানের উপস্থিতি মিলছে না।’’