29 C
Kolkata
Saturday, September 30, 2023
More

    ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল ভারত, বিশ্বরেকর্ড ধাওয়ানদের!‌

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে প্রথম দুই ম্যাচেই শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। তৃতীয় ম্যাচও জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া। সিরিজের শেষ ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ১১৯ রানে জয় ছিনিয়ে নিয়ে ৩-‌০ সিরিজ জিতল শিখর ধাওয়ানদের ভারত। ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে এর আগে ভারতীয় দল তিন বা তার বেশী ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করতে পারেনি। রেকর্ড গড়ল ধাওয়ানের ভারত। তৃতীয় দল হিসাবে একই বছরে কোনও প্রতিপক্ষকে ওয়ান ডে সিরিজে দেশে ও দেশের বাইরে হোয়াইটওয়াশ করল ভারত। চলতি বছরেই ঘরের মাঠে রোহিতের ভারত ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছিল। অধিনায়ক হিসাবে নতুন নজির শিখর ধাওয়ানের। সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলী, সুরেশ রায়নাদের পিছনে ফেলে ভারতের প্রথম অধিনায়ক হিসাবে এক দিনের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ।

    টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক শিখর ধবন। সহ-অধিনায়ক রবীন্দ্র জাডেজার চোটের কারণে ভারতীয় একাদশে আবেশের বদলে প্রসিদ্ধ খেলেন। বৃষ্টির পর ম্যাচ নির্ধারিত ৫০ ওভারের পরিবর্তে কমে ৩৬ ওভারের হয়। ভারত ৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে করে ২২৫ রান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ২৫৭ রানের টার্গেট নিয়ে জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ২৬ ওভারে ১৩৭ রানে শেষ হয়ে যায়। ওপেনার শুভমন গিল ৯৮ বল খেলে ৯৮ রান করে অপরাজিত থাকেন। শিখর ধাওয়ান ৭৪ বলে ৫৮ রান করেন। শেয়স আইয়ার করেন ৩৪ বলে ৪৪ রান। ক্যারিবিয়ান দলের নিকোলাস পুরান ও ব্র‌্যান্ডন কিং দুজনেই ৪২ রান করার পর কোনও ব্যাটার দাঁড়াতে পারেননি ভারতীয় বোলিংয়ের সামনে। নিকোলাস পুরান ও ব্র‌্যান্ডন কিং এই দুই ব্যাটারকেই ফেরালেন যথাক্রমে অক্ষর পটেল এবং প্রসিদ্ধ কৃষ্ণ। যজুবেন্দ্র চাহাল ৪ ওভার বল করে ১৭ রান খরট করে চারটি উইকেট তুলে নেন। মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর দুটি করে উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের সফততম বোলার ওয়ালস ৫৭ রানে ২ উইকেট ও আকেল হোসেন ৪৩ রান দিয়ে ১ উইকেট নেন। সিরিজ ও ম্যাচের সেরা শুভমন গিল।

    ভারতের প্রথম একাদশ- শিখর ধবন (অধিনায়ক),শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), দীপক হুডা, অক্ষর পটেল, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    জানেন বিশ্ব কাঁপানো গোয়েন্দা সংস্থা কোন গুলি ? জানুন অজানা তথ্য

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কোন দেশের গোয়েন্দা সংস্থা সবচেয়ে দুর্ধর্ষ-এমন কৌতূহল অনেকের মধ্যে আছে। তবে ইন্টারনেটের বিভিন্ন...

    ১০ সেকেন্ডের টর্নেডো ! তছনছ হাবড়ার কুমড়া গ্রাম

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হাবড়ায় ১০ সেকেন্ডের সাইক্লোন। নিমেষে লণ্ডভণ্ড গোটা এলাকা। কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের...

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...