দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অবশেষে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি২০ তে জয় পেল অস্ট্রেলিয়া। তারা পাঁচ উইকেটে হারাল ইংল্যান্ডকে। মানরক্ষার ম্যাচে প্রথমে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান অজি অধিনায়ক অ্যারণ ফিঞ্চ।
শুরুতেই ইংল্যান্ডকে ধাক্কা দেন জস হ্যাজেলউড। ৪ রানেই ব্যান্টনের উইকেট হারায় আয়োজকরা। এরপর দলের হাল ধরেন মালান ও জনি ব্রেস্ট্রো। ব্যক্তিগত ২১ রান করে ডাগআউটে ফেরেন মালান। জ্যাম্পার বলে স্টোনইনিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ব্যর্থ হন বিলিংসও। যদিও অপর দিকে চাপের মধ্যেও ঝকঝকে ইনিংস উপহার দেন ব্রেস্ট্রো। টি২০ কেরিয়ারে নিজের পঞ্চম হাফ সেঞ্চুরি হাঁকান ইংল্যান্ডের এই ব্যাটসম্যান।
যদিও ইনিংসের শেষ অবধি থাকতে পারেননি তিনি। ব্যক্তিগত ৫৫ রানে বাঁ হাতি স্পিনার অ্যাগারের বলে আউট হন তিনি। এরপর মঈন আলি যোগ করেন ২৩ রান। স্টার্কের বলে বাউন্ডারির ধারে দারুণ ক্যাচ নেন স্টিভ স্মিথ। ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ১৪৫ রানে। এজেস বোলের ব্যাটিং উইকেটে যা কখনোই যথেষ্ট নয়।
ব্যাট করতে নেমে দারুণ শুরু করে অজিরা। যদিও ব্যক্তিগত ১৪ রানে উডের বলে আউট হন ওয়েভ। এরপর আউট হয়ে যান স্টোইনিসও। ইংল্যান্ডেকে খেলায় ফেরান আদিল রশিদ। পরপর তিনি আউট করেন ম্যাক্সওয়েল, ফিঞ্চ ও স্মিথকে। রশিদের বলে রিভার্স সুইপ মারতে গিয়ে আউট হন ম্যাক্সওয়েল।
গুগলিতে পরাস্ত হন ফিঞ্চ। কট এন্ড বোল্ড হন স্মিথ। কিন্তু এরপরও এর সুবিধা নিতে ব্যর্থ হয় ইংল্যান্ড। মিশেল মার্স ও অ্যাগারের দাপটে প্রয়োজনীয় রান তুলে নেয় তারা। দুজনে মিলে ৪৬ রান যোগ করেন। এই জয়ের ফলে আইসিসি টি২০ র্যাঙ্কিংয়ে এক নম্বরে চলে গেল অস্ট্রেলিয়া।