দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ফুটবল ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১০০ আন্তর্জাতিক গোলের মাইলফলক স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার উয়েফা নেশন্স লীগে ‘লীগ এ’-এর ‘সি’ গ্রুপে সুইডেনের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েন তিনি। তার জোড়া গোলে সুইডিশদের ২-০ ব্যবধানে হারায় পর্তুগাল।
স্টকহোমের ফ্রেন্ডস এরেনা স্টেডিয়ামে ৪৫তম মিনিটে ফ্রিকিক থেকে গোলের সেঞ্চুরি পূর্ণ করেন রোনাল্ডো। ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের দ্বিতীয় গোলটি ছিল আরো দৃষ্টিনন্দন। ৭২তম মিনিটে ডিবক্সের বাইরে থেকেই বল ভাসান রোনাল্ডো, যা সুইডেনের গোলরক্ষকের মাথার উপর দিয়ে জড়িয়ে যায় জালে।
রোনাল্ডোর আগে ১০০ গোলের মাইলফলক ছুঁতে পেরেছিলেন ইরানের প্রাক্তন ফুটবলার আলী দাই। ১৯৯৩ থেকে ২০০৬ পর্যন্ত ১৪৯ ম্যাচে ১০৯ গোল করেন আলী। আর ২০০৩ সালে অভিষেকের পর ১০০ গোল করতে রোনাল্ডোর খেলতে হলো ১৬৫ ম্যাচ।