দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আইপিএলের ঢাকে কাঠি পড়ে গেছে। আর মাত্র ৯ দিন পরেই সিএসকে এবং মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে একে অপরের। তাই বুধবারই সংযুক্ত আরব সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
সোশ্যাল মিডিয়ায় নিজের বিমানে ওঠার ছবি পোস্ট করে সৌরভ লেখেন, “ছয় মাসে এটাই আমার প্রথম বিমানসফর। আইপিএলের জন্য ছয় মাস পর দুবাই উড়ে যাচ্ছি। করোনার পর জীবনযাত্রা অনেক পাল্টে গিয়েছে।”
অক্টোবর মাসে বিসিসিআইয়ের মসনদে বসার পর এটাই সৌরভের প্রথম আইপিএল। কিন্তু করোনার দাপটে এবছর টুর্নামেন্ট করতে হচ্ছে ভারতের বাইরে, সংযুক্ত আরব আমিরাতে।
এবছর ২৯ শে মার্চ কোটি টাকার এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণেই তা পিছিয়ে যায়। একটা সময় প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল আইপিএলের ভবিষ্যত। সৌরভের ফ্যানেরা তাঁকে আইপিএল টুর্নামেন্টের জন্যে শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।