দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : সজোরে ছুটছে কালো রঙের স্কুটি। এক জন চালাচ্ছেন। অন্য জন পিছনে বসে। কালো রঙের হেলমেটে ঢাকা মাথা। তারাদের ঔজ্জ্বল্য মুখ ঢাকা হেলমেটে ঢাকা পড়ে? স্কুটি চালক বিরাট পরেছিলেন সবুজ জামা, কালো জিন্স। অনুষ্কার পরনে কালো টিশার্ট এবং প্যান্ট। একটি বড় সাদা ছাতা নিয়ে পিছনে বসেছিলেন অনুষ্কা। হেলমেটের বাইরে থেকে অনুরাগীরা চিনে ফেললেন দুই তারকাকে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড নায়িকা-প্রাক্তন প্রযোজক অনুষ্কা শর্মা।
মুম্বইয়ের রাস্তায় স্কুটি চেপে তারকা দম্পতি ঘুরে বেড়াচ্ছেন। স্বামীকে জড়িয়ে ধরে স্কুটির পিছনে বসে ভামিকার মা। অনুষ্কার শ্যুটিং শেষ হওয়ার পর শহর সফরে বেরিয়েছিলেন। তারকা দম্পতি বহু দিন পর সাধারণের জীবন যাপন করার আনন্দে মুক্তির স্বাদ খুঁজে পেতে চেয়েছিলেন। মুম্বইয়ে অনুশীলনে ব্যস্ত বিরাট। জিম্বাবোয়ে সিরিজে বিশ্রামের পর এশিয়া কাপে ভারতের হয়ে খেলতে নামবেন। অনুষ্কা সম্প্রতি চাকদহ এক্সপ্রেস নামে একটি ছবিতে শ্যুটিং চলছে। ভারতীয় মহিলা দলের ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনচিত্র চাকদহ এক্সপ্রেস। অনুশীলন এবং সিনেমার কাজের মাঝে মুখ ঢেকে মুম্বইয়ের রাস্তায় সাধারণের জীবন যাপন করার আনন্দে মেতেছেন বিরুস্কা।