দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) ফাইনালে উঠেছে ত্রিনবাগো নাইট রাইডার্স ও সেন্ট লুসিয়া জুকস। মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ১০ উইকেটে হারায় সেন্ট লুসিয়া।
আগে ব্যাটিংয়ে নেমে ১৩.৪ ওভারে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় গায়ানা। লক্ষ্যটা ৪.৩ ওভারেই পেরিয়ে যায় সেন্ট লুসিয়া।
এর আগে প্রথম সেমিফাইনালে জ্যামাইকা তালাওয়াসকে ৯ উইকেটে হারায় ত্রিনবাগো নাইট রাইডার্স। আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১০৭ রানের পুঁজি গড়ে জ্যামাইকা। জবাবে ১৫ ওভারেই জয় নিশ্চিত করে ফেলে নাইটরা।
আগামীকাল ভারতীয় সময় রাত ৭:৩০শে শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে ত্রিনবাগো-সেন্ট লুসিয়া। ত্রিনবাগো সিপিএলের সবচেয়ে সফল দল। আগের সাত আসরে তিনবার চ্যাম্পিয়ন হয় তারা।