দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আইপিএলে ভারতীয় কোচেদের বেশি করে সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল করলেন কিংস ইলেভেন পাঞ্জাব কোচ অনিল কুম্বলে। ভারতীয় দলের এই প্রাক্তন অধিনায়কের মতে এটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, সুতরাং বিদেশী কোচের চেয়ে এখানে ভারতীয় কোচেদের বেশি গুরুত্ব দেওয়া উচিত।
কুম্বলেই আইপিএলে একমাত্র ভারতীয় কোচ। অন্য সমস্ত দলের কোচরাই বিদেশি। ব্রেন্ডন ম্যাককালাম কেকেআর, রিকি পটিং দিল্লি ক্যাপিটালস, স্টিফেন ফ্লেমিং চেন্নাই সুপার কিংস, মাহেলা জয়াবর্ধনে মুম্বই ইন্ডিয়ান্স, ট্রেভর বেলিস সানরাইজার্স হায়দ্রাবাদ, অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড রাজস্থান রয়্যালস এবং সাইমন ক্যাটিচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচ।
পিটিআইয়ের সাথে কথা বলতে গিয়ে কুম্বলে জানিয়েছেন, তিনি আইপিএলে বেশি করে ভারতীয় কোচেদের দেখতে চান। তিনি জানিয়েছেন আইপিএলে মাত্র একজন ভারতীয় কোচ রয়েছে যা তাকে অবাক করে। তবে তার মতে আগামী সময়ে এই চিত্র পরিবর্তিত হবে।
কুম্বলে বলেন, “ফ্রাঞ্চাইজিগুলো কাকে কোচ নিযুক্ত করবেন সেটা তাদের ব্যাক্তিগত সিদ্ধান্ত, কিন্তু দিনের শেষে এটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এখানে ভারতীয় কোচেদের বেশি করে প্রাধান্য দেওয়া উচিত।”