দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গত মে মাসে কেরালা ব্লাস্টার্সের সাথে দীর্ঘ ছয় বছরের সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকেই ভারতীয় ফুটবলে সন্দেশ ঝিঙ্গানের পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনার শেষ ছিলো না।
মাঝে শোনা যাচ্ছিলো সন্দেশ এটিকে মোহনবাগানে পাকা হয়ে গেছেন, কিন্তু পরবর্তীতে শোনা যায় এই তারকা ডিফেন্ডারের আর্থিক দাবি শুনে নাকি পিছিয়ে এসেছে এটিকে মোহনবাগান।
এই সুযোগটা কাজে লাগিয়ে সদ্য অর্জুন পুরস্কার জয়ী এই ফুটবলারকে দলে পেতে ঝাঁপিয়ে ছিলো ইস্টবেঙ্গল, এফসি গোয়া এবং ওড়িশা এফসি। কিন্তু মিনার্ভা একাডেমি কর্ণধার রঞ্জিত বাজাজ দাবি করেছেন এই পাঞ্জাব তনয় নাকি ইতিমধ্যেই এটিকে মোহনবাগানে সই করেছেন ফেলেছেন।
রঞ্জিত বাজাজ সন্দেশের একটি ছবি টুইট করে লিখেছেন সন্দেশ পাঁচ বছরের চুক্তিতে এটিকে মোহনবাগানে আসছেন। যদিও এই বিষয়ে এটিকে মোহনবাগান কর্তৃপক্ষ বা সন্দেশের এজেন্ট কেউই কোনো প্রতিক্রিয়া দিতে চান নি।
গত বছর সেপ্টেম্বর মাসে গুয়াহাটিতে জাতীয় দলের শিবির চলাকালীন একটি প্রাকটিস ম্যাচের সময় মারাত্মক চোট পান সন্দেশ। যার কারণে গোটা ২০১৯/২০ মরসুম তাকে মাঠের বাইরে কাটাতে হয়।