দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অভিজ্ঞ ফুটবলার নির্মল ছেত্রীকে সই করাল দ্বিতীয় ডিভিশনের ক্লাব বেঙ্গালুরু ইউনাইটেড। এর আগে ঈস্টবেঙ্গলে খেলে যাওয়া রোনাল্ডো অলিভিয়েরা, প্রাক্তন চার্চিল ফুটবলার কুনজাঙ ভুটিয়া ও নিকোলাস ফার্নান্ডেজ, প্রাক্তন মোহনবাগান ফুটবলার অমেয় রানাওয়াদে, আজহারউদ্দীন মল্লিক, নরহরি শ্রেষ্ঠা ও রানা ঘরামী-কে সই করিয়েছে তারা। কোচ হিসেবে রয়েছেন প্রাক্তন তারকা ডিফেন্ডার গৌরমাঙ্গি সিং।
গত মরশুমে পঞ্জাব এফসির হয়ে আই লিগে খেলেছিলেন নির্মল। তবে এর আগে কলকাতার তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডানের জার্সিতেও খেলতে দেখা গেছে তাঁকে। আইএসএলেও এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স ও নর্থ ইস্ট ইউনাইটেডেও খেলেছেন সিকিমের এই রাইট ব্যাক।
দ্বিতীয় ডিভিশন লিগের আগে নির্মল ছেত্রীর মতো অভিজ্ঞ ফুটবলারের অন্তর্ভুক্তি বেঙ্গালুরু ইউনাইটেডকে যে আরও শক্তিশালী করবে তা বলাই বাহুল্য।