ইডেনে ব্যাট হাতে নামবেন না সৌরভ
সেহবাগদের পুরস্কৃত করবেন মহারাজ
দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : ইন্ডিয়া মহারাজাস দলের অধিনায়ক বীরেন্দ্র সহবাগ ও বিপক্ষ অধিনায়ক জাক কালিস সহ শহরে পৌঁছেছেন মিচেল জনসন। গৌতম গম্ভীর এখনও এসে পৌঁছননি। দর্শকদের মধ্যে এই ম্যাচ নিয়ে বিশেষ কোনও উত্তেজনা নেই। ১২ হাজার টিকিট বিক্রি হলেও সিএবি-র অনুমান দশ হাজার দর্শকাসনে থাকতে পারেন। ইডেনের গ্যালারির মোট পাঁচটি ব্লক ‘বি’, ‘সি’, ‘কে’, ‘এল’ এবং ক্লাব হাউস। তাও আপার টিয়ারের টিকিট কেউ নিতে চাইছেন না। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ইডেনে প্রীতি ম্যাচের উদ্বোধন করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
ভারতীয় বোর্ড প্রেসিডেন্টের এই ম্যাচে খেলারও কথা থাকলেও ব্যক্তিগত কারণে খেলতে পারবেন না। ম্যাচ ও লেজেন্ডস লিগের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মূল আকর্ষণ সৌরভ। লেজেন্ডস লিগের আয়োজকদের পরিকল্পনা ছিল অমিতাভ বচ্চনকে দিয়ে এই লিগ উদ্বোধন করার। ব্যক্তিগত কারণে আসতে পারছেন না ‘বিগ বি’। শহরে এসে পৌঁছননি কপিল দেবও। ইন্ডিয়া মহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্টসের ম্যাচে উন্মাদনা নেই। ইমন চক্রবর্তীর কন্ঠে জাতীয় সঙ্গীত ও বিশেষ লেজ়ার প্রদর্শনীর পরিকল্পনা সিএবির।