24 C
Kolkata
Friday, June 9, 2023
More

    ইংল্যান্ডকে ৮৮ রানে হারিয়ে সিরিজ হরমনদের


    ভারত ৩৩৩ রানের পাহাড় চাপাল ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের উপর

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :১১১ বলে ১৪৩ রানের বিধ্বংসী ইনিংস খেললেন হরমনপ্রীত কাউর। ১৮টি চার এবং চারটি ছয়ে সাজানো ইনিংস ।ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে অনবদ্য শতরান করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত। ভারতের পাঁচ উইকেটে ৩৩৩ রানের জবাবে ইংল্যান্ডের মহিলাদের ইনিংস শেষ হল ২৪৫ রানে। অ্যামি জোনসদের ৮৮ রানে হারালেন হরমনপ্রীত কৌররা। ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা চারটি চার এবং একটি ছয়ের সাহায্যে করলেন ৫১ বলে ৪০ রান। দীপ্তি শর্মার ৯ বলে ১৫ রানের ইনিংসে রয়েছে ২টি চার। ভারতীয় বোলাররাও ভাল পারফরম্যান্স করলেন। রেনুকা সিংহ ৫৭ রান দিয়ে নিলেন চার উইকেট। ৪০ রান দিয়ে এক উইকেট দীপ্তির। দয়ালান হেমলতা ছয় রানে তুলে নিলেন দু’টি উইকেট। শেফালিও পাঁচ রান দিয়ে একটি উইকেট নিলেন। ভাল বল করলেও এই ম্যাচে উইকেট পেলেন না ঝুলন গোস্বামী। বাংলার জোরে বোলার সাত ওভার বল করে দিলেন ৩১ রান।

    টস জিতেও তাই তিনি সুবিধা করতে পারল ইংল্যান্ড। ওপেনার ট্যামি বিউমন্ট করেন ৬ রান এবং এমা ল্যাম্ব ১৫ রান। ব্যর্থ সোফিয়া ডাঙ্কলেও ১ রান করেন। অ্যালিস ক্যাপসি ৩৬ বলে ৩৯ করেন ৬টি চারের সাহায্যে এবং ড্যানি ওয়াট ৫৮ বলে ৬৫ রানের ইনিংসটিও ৬টি চারে। দশম উইকেটে চার্লি ডিন করেন ৩৭ এবং লরেন বেল অপরাজিত ১১। অধিনায়ক জোন্স করেন ৫১ বলে ৩৯ রান। তিনটি চার এবং একটি ছয় মারেন তিনি। ইংল্যান্ডের মহিলা দলের ইনিংস শেষ ৪৪.২ ওভারে ২৪৫ রান করে। এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে এক দিনের সিরিজ জয় নিশ্চিত করল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...