ভারত ৩৩৩ রানের পাহাড় চাপাল ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের উপর
দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :১১১ বলে ১৪৩ রানের বিধ্বংসী ইনিংস খেললেন হরমনপ্রীত কাউর। ১৮টি চার এবং চারটি ছয়ে সাজানো ইনিংস ।ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে অনবদ্য শতরান করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত। ভারতের পাঁচ উইকেটে ৩৩৩ রানের জবাবে ইংল্যান্ডের মহিলাদের ইনিংস শেষ হল ২৪৫ রানে। অ্যামি জোনসদের ৮৮ রানে হারালেন হরমনপ্রীত কৌররা। ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা চারটি চার এবং একটি ছয়ের সাহায্যে করলেন ৫১ বলে ৪০ রান। দীপ্তি শর্মার ৯ বলে ১৫ রানের ইনিংসে রয়েছে ২টি চার। ভারতীয় বোলাররাও ভাল পারফরম্যান্স করলেন। রেনুকা সিংহ ৫৭ রান দিয়ে নিলেন চার উইকেট। ৪০ রান দিয়ে এক উইকেট দীপ্তির। দয়ালান হেমলতা ছয় রানে তুলে নিলেন দু’টি উইকেট। শেফালিও পাঁচ রান দিয়ে একটি উইকেট নিলেন। ভাল বল করলেও এই ম্যাচে উইকেট পেলেন না ঝুলন গোস্বামী। বাংলার জোরে বোলার সাত ওভার বল করে দিলেন ৩১ রান।
টস জিতেও তাই তিনি সুবিধা করতে পারল ইংল্যান্ড। ওপেনার ট্যামি বিউমন্ট করেন ৬ রান এবং এমা ল্যাম্ব ১৫ রান। ব্যর্থ সোফিয়া ডাঙ্কলেও ১ রান করেন। অ্যালিস ক্যাপসি ৩৬ বলে ৩৯ করেন ৬টি চারের সাহায্যে এবং ড্যানি ওয়াট ৫৮ বলে ৬৫ রানের ইনিংসটিও ৬টি চারে। দশম উইকেটে চার্লি ডিন করেন ৩৭ এবং লরেন বেল অপরাজিত ১১। অধিনায়ক জোন্স করেন ৫১ বলে ৩৯ রান। তিনটি চার এবং একটি ছয় মারেন তিনি। ইংল্যান্ডের মহিলা দলের ইনিংস শেষ ৪৪.২ ওভারে ২৪৫ রান করে। এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে এক দিনের সিরিজ জয় নিশ্চিত করল ভারতীয় মহিলা ক্রিকেট দল।