30 C
Kolkata
Monday, September 25, 2023
More

    বাবরকে সরিয়ে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষে ডেভিড মালান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ধারাবাহিক ভালো খেলার পুরস্কার হাতেনাতে পেলেন ডেভিড মালান। পাকিস্তানের বাবর আজমকে সরিয়ে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান এখন এই ইংলিশ ব্যাটসম্যানের দখলে।

    ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংলিশদের সিরিজ জেতায় বড় ভূমিকা ছিল মালানের। প্রথম ম্যাচে দলের জয়ে ৬৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সিরিজের তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১২৯ রান, যা তাকে প্রকাশিত আইসিসি’র টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়ে দিয়েছে।  গত নভেম্বরে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে ছিলেন মালান। এরপর আরও দুই ধাপ নেমে যাওয়ার পর এবার শীর্ষে থাকা বাবর আজমের চেয়ে ৮ রেটিং পয়েন্ট এগিয়ে গেছেন তিনি।

    ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে আগের মতোই তৃতীয় স্থানে আছেন অজি সিরিজে ১২৫ রান করা অধিনায়ক অ্যারন ফিঞ্চ। দুই ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমে গেছেন ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল। তবে কোনো ম্যাচ না খেলেই এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

    টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে আগের মতোই শীর্ষ দুই স্থান দখল করে আছেন দুই আফগান স্পিনার রশিদ খান ও মুজিব-উর-রহমান। অস্ট্রেলিয়া সিরিজে ৬ উইকেট নেওয়া ইংলিশ স্পিনার আদিল রশিদ দুই ধাপ এগিয়ে সপ্তম স্থান দখল করেছেন। সিরিজে ৫ উইকেট নেওয়া অজি বাঁহাতি স্পিনার অ্যাস্টন আগার তৃতীয় স্থান নিজের দখলেই রেখেছেন।  

    সদ্য সমাপ্ত সিরিজে ৩ উইকেট তুলে নেওয়া অজি ফাস্ট বোলার কেন রিচার্ডসন ক্যারিয়ারে প্রথমবারের মতো শীর্ষ দশে ঢুকেছেন। তার স্বদেশী ফাস্ট বোলার মিচেল স্টার্ক সাত ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন। এছাড়া ইংল্যান্ডের মার্ক উড ৪১ ধাপ এগিয়ে আছেন ৭৯তম স্থানে।

    অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ উন্নতি হয়েছে গ্লেন ম্যাক্সওয়েলের। জিম্বাবুয়ের শন উইলিয়ামসকে পেছনে ফেলে দুইয়ে উঠে এসেছেন এই অজি অলরাউন্ডার। তবে আগের মতোই শীর্ষে আছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।

    এদিকে ইংলিশদের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। 

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...

    চিনের কাছে ৫-১ গোলে হারল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পেনাল্টি বাঁচালেন ভারতের (Indian Football Team) গোলকিপার গুরমীত। দুর্দান্ত গোল করে ভারতের হয়ে...

    বিশ্ব বাজারে রেকর্ড অস্ত্র বিক্রি করল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : আমদানি নয়, বিশ্ববাজারে অস্ত্র বিক্রির আশা শুনিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় "প্রতিভা ও...