দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: মোহনবাগানের আই লিগ জয়ী তারকা ডিফেন্ডার আশুতোষ মেহেতার ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে বলে জানালেন তিনি নিজেই। ফেসবুকে পোস্ট করে একথা জানান তিনি।


তাঁর অভিযোগ, গত বেশ কয়েক সপ্তাহ ধরেই তাঁর পেজ হ্যাক করা হয়। শেষমেশ পেজ উদ্ধার করেছেন তিনি। যদিও আগের সমস্ত পোস্ট ডিলিট করা হয়েছে। যদিও কারা এই কাজের সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি।
পুলিশের দ্বারস্থ হননি আশুতোষ। তবে তার পেজে মোহনবাগান সংক্রান্ত পোস্ট ডিলিট করা হয়েছে বলেই জানান তারকা এই ডিফেন্ডার।