দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আইপিএল হোক বা দেশের জার্সিতে, টি২০ ফরম্যাটে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল সবসময়ই ভয়ঙ্কর। নিজের দিনে যে কোনও বোলারকে অবলীলায় নাকানিচোবানি খাওয়াতে পারেন তিনি।
তবে, প্রাক্তন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভির মনে করেন, দ্রে রাসকে সমস্যায় ফেলতে পারেন মুম্বই ইন্ডিয়ান্সের জসপ্ৰিত বুমরাহ। তিনি বলেন, “আইপিএলে দু তিন জন বোলার আছেন যাদের বিরুদ্ধে সমস্যায় পড়তে পারেন রাসেল। আর তাদের মধ্যে বুমরাহ অন্যতম।”
গত মরশুমে দারুণ খেলেছিলেন ক্যারিবিয়ান এই ক্রিকেটার। তাই এবছরও কেকেআরের সম্পদ হতে পারেন তিনি। এমনটাই মত গম্ভীরের। প্রাক্তন এই ক্রিকেটারের মতে, ” আন্দ্রে রাসেল খুব আত্মবিশ্বাসী ক্রিকেটার। ওর আগের বছরটা দারুণ গিয়েছে। এবছর সেই আত্মবিশ্বাসের সঙ্গে রাসেল শুরু করতে পারলে ওকে থামানো কঠিন হবে। রাসেল আত্মবিশ্বাসের চূড়োয় থাকলে প্রতিপক্ষ দলের সব পরিকল্পনা ও বোলারদের সব পরিশ্রম মাঠের বাইরে পাঠিয়ে দিতে পারে।”
কেকেআরের হয়ে আইপিএলের গত মরশুম দুর্দান্ত কেটেছিল রাসেলের। ব্যাট হাতে ১৩ ইনিংসে ৫৬.৬৬ এর দুর্দান্ত গড় দিয়ে ৫১০ রান করার পাশাপাশি বল হাতেও নিয়েছিলেন ১১ উইকেট। কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাককালাম এবং মেন্টর ডেভিড হাসি, রাসেলকে ব্যাটিংয়ে তিন নাম্বারে পাঠানোর বিষয়ে বিবেচনা করছেন। হাসি একধাপ এগিয়ে বলেছেন, রাসেল যদি কোন ম্যাচে ৬০ বল খেলার সুযোগ পান তাহলে তিনি আইপিএলে ডাবল সেঞ্চুরিও করতে পারেন।